বৃহস্পতিবার, 19 জুন 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

‘অল ইংল্যান্ড’ ফাইনালে আজ প্রতিপক্ষ টটেনহ্যাম, ইউরোপা লিগ জিততে মরিয়া ম্যান ইউ

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে প্রিমিয়ার লিগে অভিষেকটা মোটেই সুখের হয়নি রুবেন আমোরিমের। পর্তুগিজ কোচের প্রশিক্ষণে ক্লাবের ইতিহাসে সব থেকে খারাপ মরশুমের নিদর্শন রাখতে চলেছে রেড ডেভিলস।

‘অল ইংল্যান্ড’ ফাইনালে আজ প্রতিপক্ষ টটেনহ্যাম, ইউরোপা লিগ জিততে মরিয়া ম্যান ইউ

বিলবাও: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে প্রিমিয়ার লিগে অভিষেকটা মোটেই সুখের হয়নি রুবেন আমোরিমের। পর্তুগিজ কোচের প্রশিক্ষণে ক্লাবের ইতিহাসে সব থেকে খারাপ মরশুমের নিদর্শন রাখতে চলেছে রেড ডেভিলস। তবে ইউরোপিয়ান সার্কিটে পুরোপুরি ভিন্ন মেজাজে ধরা দিয়েছেন ব্রুনো ফার্নান্ডেজরা। ইউরোপা লিগে অপরাজিত থেকে ফাইনালে পৌঁছেছে লাল ম্যাঞ্চেস্টার। এবার খেতাবি লড়াইয়ে সেই ছন্দ ধরে রেখে ট্রফি জেতাই লক্ষ্য ম্যান ইউয়ের। বুধবার ফাইনালে তাদের প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার। উল্লেখ্য, ইপিএলে পয়েন্ট তালিকায় ম্যান ইউয়ের ঠিক পরেই রয়েছে তারা। তবে চলতি মরশুমে তিনবারের সাক্ষাতে প্রতি ম্যাচেই শেষ হাসি হেসেছে অ্যাঞ্জে পোস্টেকোসের ছেলেরা। ইউরোপা লিগের ফাইনালেও সেই ধারা বজায় রাখাই লক্ষ্য স্পার ব্রিগেডের।
২০১৯ সালের পর ফের ইউরোপা লিগে অল ইংল্যান্ড ফাইনালের সাক্ষী থাকতে চলেছেন ফুটবলপ্রেমীরা। শেষবার আর্সেনালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল চেলসি। এবার সেই সুযোগ ম্যান ইউ এবং টটেনহ্যামের সামনে। বুধবারের ফাইনালে নামার আগে অবশ্য খুব একটা স্বস্তিতে নেই দুই শিবির। প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে দু’দলই হারের মুখ দেখেছে। ইউরোপা লিগের ফাইনালে সেই ফল খুব একটা প্রভাব ফেলবে না বলেই আশাবাদী দুই কোচ।
২০১৬-১৭ মরশুমে হোসে মোরিনহোর হাত ধরে ইউরোপা লিগ জিতেছিল ম্যান ইউ। ইউরোপিয়ান সার্কিটে সেটাই তাদের শেষ বড় সাফল্য। এবার আরও একবার ইউরোপা লিগ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। একই সঙ্গে আগামী মরশুমে ফের চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন করবে ম্যান ইউ। তাই বুধবার ফাইনালে টটেনহ্যামকে হারাতে মরিয়া রুবেন আমোরিমের ছেলেরা। পক্ষান্তরে, দীর্ঘদিন কোনও সাফল্যের মুখ দেখেনি টটেনহ্যাম। চলতি মরশুমে তো একটা সময় ইপিএলে অবনমনের লড়াই লড়তে হয় তাদের। তবে যাবতীয় ব্যর্থতা ভুলে বুধবার ভালো কিছু করাই লক্ষ্য স্পারদের।
 ম্যাচ শুরু রাত ১২-৩০ মিনিটে।
সরাসরি সম্প্রচার সোনি লিভ-এ।