হাফ ডজন গোল ম্যান সিটির, জিতল রিয়ালও
২০২৪-২৫ মরশুমটা মোটেই ভালো কাটেনি ম্যাঞ্চেস্টার সিটির। দীর্ঘ আট বছর পর কোনও মেজর ট্রফি জিততে পারেনি তারা। তবে সেই ব্যর্থতা ঝেড়ে ক্লাব বিশ্বকাপে দারুণ ছন্দে পেপ গুয়ার্দিওলা-ব্রিগেড।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ২৪, ২০২৫
ম্যান সিটি- ৬ : আল আইন- ০
রিয়াল মাদ্রিদ- ৩ : পাচুকা- ১
নিউ ইয়র্ক: ২০২৪-২৫ মরশুমটা মোটেই ভালো কাটেনি ম্যাঞ্চেস্টার সিটির। দীর্ঘ আট বছর পর কোনও মেজর ট্রফি জিততে পারেনি তারা। তবে সেই ব্যর্থতা ঝেড়ে ক্লাব বিশ্বকাপে দারুণ ছন্দে পেপ গুয়ার্দিওলা-ব্রিগেড। রবিবার আল আইনকে ছয় গোলের মালা পরাল সিটিজেনরা। সেই সুবাদে টানা দু’টি ম্যাচ জিতে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল নীল ম্যাঞ্চেস্টার। ম্যাচে সিটির হয়ে জোড়া গোল ইকে গুন্ডোগানের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন ক্লডিও ইচেভারি, আর্লিং হালান্ড, অস্কার বব ও রায়ান চেরকি। উল্লেখ্য, দু’ম্যাচে আটবার প্রতিপক্ষের জাল কাঁপানোর পাশাপাশি দুর্গ অক্ষত রাখতে সফল পেপ-ব্রিগেড। গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ জুভেন্তাস। সোমবার সহজ জয় পেল ইতালিয়ান ক্লাবটি। মরক্কোর ক্লাব উইদাদ এফসি’কে ৪-১ গোলে হারাল তারা।
এদিকে, ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচেই আটকে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে সেই ধাক্কা সামলে রবিবার জয়ে ফিরল জাবি আলোন্সোর ছেলেরা। ম্যাচে দুর্বল পাচুকাকে ৩-১ গোলে হারাল তারা। উল্লেখ্য, ম্যাচের শুরুতেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালের রাউল আসেন্সিও। তবে ১০ জনে লড়েও সহজ জয় পেল মাদ্রিদের ক্লাবটি। বিজয়ী দলের হয়ে জাল কাঁপান যথাক্রমে জুড বেলিংহ্যাম, আর্দা গুলের ও ফেডেরিকো ভালভার্দে। মেক্সিকান ক্লাবটির একমাত্র গোলটি এলিয়াস মন্তিয়েলের।
ক্লাব বিশ্বকাপে জয়ের দিনে প্রতিপক্ষ ফুটবলারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ আনলেন রিয়ালের জার্মান ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। ম্যাচের সংযোজিত সময়ে এক ফাউলকে কেন্দ্র করে বিতর্কে জড়ান দু’দলের ফুটবলার। আর তখনই রুডিগারকে লক্ষ্য করে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন পাচুকা অধিনায়ক গুস্তাভো কাবরাল। ম্যাচ শেষে গোটা বিষয়টা সামনে আনেন রিয়াল কোচ জাবি আলোন্সো। তিনি বলেন, ‘ফুটবল মাঠে এমনটা কখনওই কাম্য নয়। তবে প্রতিনিয়ত এটা ঘটে চলেছে। আজ রুডিগারকে বর্ণবিদ্বেষের শিকার হতে হল। ফিফার উচিত গোটা বিষয়টা তদন্ত করা। এর থেকে বেশি কিছু বলতে চাই না।’
tags
related_post
অমৃত কথা
-
আগুন
- post_by বর্তমান
- জুলাই 9, 2025
আজকের দিনে
-
ইতিহাসে আজকের দিনে
- post_by Admin
- জুলাই 11, 2025
-
ইতিহাসে আজকের দিন
- post_by Admin
- জুলাই 10, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 10, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 10, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 10, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 10, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 10, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 10, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 10, 2025