শনিবার, 19 জুলাই 2025
Logo
  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় ঘনীভূত নিম্নচাপ, বৃষ্টিতে ভিজছে কলকাতা

অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটছে। সকাল থেকে বৃষ্টিতে ভিজছে কলকাতা। পাশাপাশি, সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় ঘনীভূত নিম্নচাপ, বৃষ্টিতে ভিজছে কলকাতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটছে। সকাল থেকে বৃষ্টিতে ভিজছে কলকাতা। পাশাপাশি, সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন অঞ্চলে অবস্থানরত উচ্চ স্তরের ঘূর্ণাবর্তের প্রভাবে এই নিম্নচাপটি তৈরি হয়েছে বলে জানানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, নিম্নচাপের প্রভাবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি চলবে। শহরের একাধিক অংশে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি ও ২৬ ডিগ্রির আশেপাশে। গতকাল, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬  ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় মঙ্গলবার সকাল ৬টা ৩০ পর্যন্ত শহরে বৃষ্টিপাত হয়েছে ৮.৪ মিমি। 

রাশিফল