রবিবার, 13 জুলাই 2025
Logo
  • রবিবার, ১৩ জুলাই ২০২৫

‘লার্জার দ্যান লাইফ’, ১০ বছর ফের চমক দেশপ্রিয় পার্কে!

‘এত বড়! সত্যি?’ ২০১৫ সালের দুর্গাপুজোর বিজ্ঞাপনের এই ক্যাচলাইনটি সবারই মনে থাকার কথা। লাল ব্যানারে সাদা দিয়ে লেখা এই বিজ্ঞাপনে ছেয়ে গিয়েছিল কলকাতা। 

‘লার্জার দ্যান লাইফ’, ১০ বছর ফের চমক দেশপ্রিয় পার্কে!

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘এত বড়! সত্যি?’ ২০১৫ সালের দুর্গাপুজোর বিজ্ঞাপনের এই ক্যাচলাইনটি সবারই মনে থাকার কথা। লাল ব্যানারে সাদা দিয়ে লেখা এই বিজ্ঞাপনে ছেয়ে গিয়েছিল কলকাতা। পৃথিবীর ‘সবথেকে বড় দুর্গা’ গড়ে চমকে দিয়েছিল দেশপ্রিয় পার্ক পুজো কমিটি। 
ঠাকুর দেখতে উপচে পড়েছিল জনতা। শহর, শহরতলি, জেলা শুধু নয় অন্যান্য রাজ্য থেকেও বহু মানুষ এসেছিলেন পুজো দেখতে। ফলে প্রবল ভিড়। পঞ্চমীর দুপুরেই পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি। তারপর নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয় প্যান্ডেল। এরপর কেটে গিয়েছে ১০ বছর। দেশপ্রিয় পার্ক নিজেদের পুজোর ঐতিহ্য ধরে রেখেছে। ২০২৫ সালে ফের চমকে দিতে প্রস্তুত। 
এবার ‘লার্জার দ্যান লাইফ’ পুজো নিয়ে কলকাতার আসরে নামতে চলেছে দেশপ্রিয় পার্ক। দশ বছর আগের মতো অঘটন ঘটবে না তো? উদ্যোক্তাদের দাবি, তা হবে না। পুলিশ-প্রশাসনের থেকে আশ্বাস মিলেছে। সুরক্ষার বিষয় সবার আগে। জানা গিয়েছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুজো চত্বরে বিপুল সংখ্যক পুলিস মোতায়েনের পরিকল্পনা আছে এবছর।
মাস তিনেক বাদে দুর্গাপুজো। আশ্বিনের শারদপ্রাতে আলোকমঞ্জরি বেজে উঠলেই রাস্তায় নামবে বাঙালি। কলকাতার বড় পুজোগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে। দেশপ্রিয় ক্লাব জানিয়েছে, ১০ জুলাই পুজোর টিজার লঞ্চের পরিকল্পনা। এখন থেকেই সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছে পুজোর পোস্টার। তাতে লেখা, ‘১০ বছর পর আবার পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক।’ 
এবছরের চমক কি? দুর্গোৎসবের সম্পাদক সুদীপ্ত কুমার বলেন, ‘এবার পুজো ৮৮তম বর্ষে পদার্পন করেছে। ২০১৫ সালের মতো এবার বড় কিছু করতে চলেছি। তবে বড় দুর্গা বা সবথেকে বড় মণ্ডপ নয়, থাকছে অন্য বড় চমক। আরও দৃষ্টিনন্দন। গ্ল্যামারাস।’ জানা গিয়েছে, এক কোটি ২৫ লক্ষ বাজেট পুজোর। থিম নয় এই চমককে বলা হচ্ছে ‘বিশেষ কনসেপ্ট’। বর্ষা মাথায় রেখে হবে মণ্ডপসজ্জা। সুদীপ্তবাবু জানান, এলইডি, রকমারি আলোর শৈলীতে ফুটবে ‘বর্ষা সুন্দরী’ পরমা-প্রকৃতি। এবছর সেপ্টেম্বরের শেষে পুজো। সে সময় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে সাযুজ্য রেখে হচ্ছে প্যান্ডেল। মণ্ডপ ভিজবে না আবার ফাইবারও নয় এমন উপাদান দিয়ে তৈরি। জানা গিয়েছে, মণ্ডপ চত্বরে থাকবে প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি বিশাল দুর্গামূর্তি আর প্যান্ডেলের অন্দরে সাবেকি ঢঙের প্রতিমা। প্রতিমাশিল্পী পরিমল পাল। মণ্ডপসজ্জার দায়িত্বে রাজু দে।

রাশিফল