বর্ষায় শহরের কোন রাস্তায় ল্যাম্প পোস্টে জল উঠে যায়, জানতে নির্দেশ লালবাজারের
বর্ষায় কলকাতার কোন কোন রাস্তায় ল্যাম্পপোস্টের অনেকটা পর্যন্ত জল উঠে যায়, সেই এলাকাগুলিকে চিহ্নিত করার নির্দেশ দিল লালবাজার।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ১৩, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষায় কলকাতার কোন কোন রাস্তায় ল্যাম্পপোস্টের অনেকটা পর্যন্ত জল উঠে যায়, সেই এলাকাগুলিকে চিহ্নিত করার নির্দেশ দিল লালবাজার। একইসঙ্গে কোন কোন এলাকায় ল্যাম্প পোস্টের তার খোলা রয়েছে, সেই বিষয়েও তথ্য সংগ্রহ করার জন্য সমস্ত থানাকে বলা হয়েছে। লক্ষ্য বর্ষার জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বা দুর্ঘটনা যাতে না ঘটে।
২০২১ সালে রাজভবনের সামনে জমা জলে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ইঞ্জিনিয়ার ঋষভ মণ্ডলের (২৩)। একটি ল্যাম্পপোস্টের সামনে থাকা জমা জলে পড়ে যান তিনি। তদন্তে উঠে আসে, ওই ল্যাম্প পোস্টের তার খোলা ছিল। জলে জমে যাওয়ায় ওই তারটি ডুবে যায়। সেই কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই মৃত্যুর ঘটনা না ঘটে। একইসঙ্গে জানা যায়, ওই পোস্ট থেকে হুকিং করে বিদ্যুৎ নেওয়া হয়েছিল। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাড়তি সতর্ক লালবাজার। শহরের নিচু এলাকায় বর্ষার বৃষ্টিতে জল জমে। এমনকী অতিরিক্ত বৃষ্টি হলে উঁচু এলাকাতেও জল জমার ঘটনা ঘটে। জল জমলে পোস্টগুলির নীচের অংশও জলের তলায় চলে যায়। সেক্ষেত্রে কোনওভাবে পোস্টের তার বেরিয়ে থাকলে জলের সংস্পর্শে এসে বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা থেকে যায়।
এছাড়া অনেক সময় পুলিসের নজর এড়িয়ে ল্যাম্প পোস্ট থেকে হুকিং করে বিদ্যুৎ নেওয়া হয়। বর্ষার সময়ে তাতে বিপদ বৃদ্ধি পায়। সেই কারণেই লালবাজারের তরফে সমস্ত থানাকে নির্দেশ দেওয়া হয়েছে, যেসব ল্যাম্প পোস্ট থেকে তার বেরিয়ে রয়েছে বা হুকিং করা হচ্ছে, সেগুলিকে চিহ্নিত করতে। পোস্টগুলি যেখানে রয়েছে, সেখানে কী পরিমাণ জল জমে এবং কতদিন থাকে, তার তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। লক্ষ্য পোস্ট থেকে তার বেরিয়ে আসার বিষয়টি সিইএসসিকে জানানো এবং সেগুলির দ্রুত মেরামত করা।
related_post
অমৃত কথা
-
দৃষ্টি
- post_by বর্তমান
- জুলাই 18, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 18, 2025