শুক্রবার, 20 জুন 2025
Logo
  • শুক্রবার, ২০ জুন ২০২৫

বাটলারের পরিবর্তে গুজরাত দলে কুশল মেন্ডিস, নাইটরা পাচ্ছে না মঈন-পাওয়েলকে

ভারত-পাক যুদ্ধের কারণে সাময়িক বন্ধ রাখতে হয়েছিল আইপিএল। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। নতুন করে শুরু হওয়ার পথে ক্রোড়পতি লিগ। তবে অনেক বিদেশি ক্রিকেটারই আর ভারতে আসতে চাইছেন না।

বাটলারের পরিবর্তে গুজরাত দলে কুশল মেন্ডিস, নাইটরা পাচ্ছে না মঈন-পাওয়েলকে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‌ভারত-পাক যুদ্ধের কারণে সাময়িক বন্ধ রাখতে হয়েছিল আইপিএল। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। নতুন করে শুরু হওয়ার পথে ক্রোড়পতি লিগ। তবে অনেক বিদেশি ক্রিকেটারই আর ভারতে আসতে চাইছেন না। এই অঙ্কে সবচেয়ে বড় ধাক্কা গুজরাত টাইটান্সের। দুরন্ত ফর্মে থাকা জস বাটলার দেশের হয়ে খেলবেন। সামনে  ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ। তাই তিনি গুজরাত টাইটান্স কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন, এবারের মতো আইপিএলে আর ফেরা সম্ভব নয় তাঁর পক্ষে। পরিবর্ত হিসেবে শ্রীলঙ্কার কুশল মেন্ডিসকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ক্রিকেট মহলের মতে, বাটলারের অভাব ঢাকা কুশলের পক্ষে সম্ভব নয়। কারণ, শুভমান গিল ও সাই সুদর্শনের সঙ্গে বাটলারই ছিলেন গুজরাতের ব্যাটিংয়ের বড় ভরসা। পয়েন্ট তালিকায় শীর্ষে জায়গা করে নেওয়ার পিছনে এই ত্রয়ীর ভূমিকা গুরুত্বপূর্ণ। ফলে বাকি ম্যাচগুলিতে বাটলারের অভাব ঢেকে সেরা পারফরম্যান্স মেলে ধরাই হবে গিলদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ, তাঁরা রয়েছেন চ্যাম্পিয়নশিপের দৌড়ে।
এদিকে, শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নামবে কলকাতা নাইট রাইডার্স। ম্যাচটি হবে বেঙ্গালুরুতে। কেকেআরের অধিকাংশ ক্রিকেটারই পৌঁছে গিয়েছে বাগিচা শহরে। শুরু হয়েছে প্র্যাকটিস। তবে দুঃসংবাদও রয়েছে কেকেআর শিবিরে। মঈন আলি এবং রভম্যান পাওয়েল ফিরছেন না। তা সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। বড় অঘটন না ঘটলে নাইটদের প্লে-অফের তেমন সম্ভাবনা নেই। তাই এই দু’জনের না থাকা নিয়ে আপশোস নেই শিবিরে। তাছাড়া শনিবার বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ম্যাচ ভেস্তে গেলে লড়াইয়ের আগেই আঁধারে ডুববে নাইট ব্রিগেড। 
এদিকে, জোফ্রা আর্চার, স্যাম কারান, জেমি ওভারটনও আইপিএলে ফিরছেন না। তবে আরসিবি শিবিরে যোগ দিয়েছেন বিরাট কোহলি। সদ্য টেস্ট থেকে অবসর নিয়েছেন তিনি। ফলে তাঁকে নিয়ে চর্চা সর্বত্র। কোহলি আইপিএলের ট্রফির স্বাদ পেতে মরিয়া। শনিবার কেকেআরকে হারালেই আরসিবি পাকা করে ফেলবে প্লে-অফের টিকিট। তাই কোহলিরা জিততে মরিয়া। সমস্যা কম নয় দিল্লি ক্যাপিটালসেরও। বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে সই করিয়েছিল রাজধানীর ফ্র্যাঞ্চাইজি। কিন্তু তাঁর এনওসি নিয়ে জটিলতা রয়েছে।
এদিকে, দক্ষিণ আফ্রিকা খেলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তাই ম্যান্ডেলার দেশের ক্রিকেট বোর্ড আইপিএলের বাকি ম্যাচগুলিতে ক্রিকেটার ছাড়তে রাজি ছিল না। শেষ পর্যন্ত জানসেনরা প্লে-অফের আগে পর্যন্ত খেলার অনুমতি পেয়েছেন।

ipl