মেডিক্যাল কলেজ চত্বরে চটজলদি কাজ সারতে কলকাতা পুলিসের ভরসা সাইকেল
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইমার্জেন্সি বিভাগের দরজার সামনে রাখা দু’টি সাইকেল। সাইকেলের গায়ে লেখা ‘কলকাতা পুলিস’!

বর্তমান ওয়েবডেস্ক
জুন ২৪, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইমার্জেন্সি বিভাগের দরজার সামনে রাখা দু’টি সাইকেল। সাইকেলের গায়ে লেখা ‘কলকাতা পুলিস’! হাসপাতাল চত্বরে এখন কলকাতা পুলিস সাইকেল চালায় নাকি? এক পুলিসকর্মীর কথায়, ‘এই সাইকেল দেওয়ার ফলে আমাদের অনেক সুবিধা হয়েছে।’ হাসপাতাল চত্বরে পরিবেশবান্ধব সাইকেল ব্যবহারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশকর্মীরা।
প্রায় ছ’মাস হল এসেছে সাইকেল দু’টি। মূলত কী কাজ করা হচ্ছে সাইকেল চালিয়ে? পুলিস সূত্রে খবর, মাঝেমধ্যেই তাদের হাসপাতাল চত্বরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হয় বিভিন্ন প্রয়োজনে। গাড়ি বা বাইক চালিয়ে যাওয়াটা অনেক সময়েই সমস্যার। কিন্তু এক্ষেত্রে সাইকেলের কোনও বিকল্প নেই। ভিড়ভাট্টা থাকলেও তা এড়িয়ে সহজে চলে যাওয়া যায় অন্য প্রান্তে। হঠাত্ করে কাগজ-পেন ইত্যাদির প্রয়োজন হলেও সাইকেল নিয়ে ছুটে যাচ্ছে পুলিস। এছাড়া, বিভিন্ন প্রয়োজনে মেডিক্যাল কলেজের পুলিস আউটপোস্ট থেকে স্থানীয় বউবাজার থানায় পুলিসকর্মীদের যেতে হয়। এক্ষেত্রে হাতের কাছে একটা সাইকেল থাকলে অনেকটা সুবিধা হয় বলে জানাচ্ছেন পুলিসকর্মীরা। এক পুলিসকর্মী জানালেন, এটি ব্যাটারিচালিত এবং গিয়ার যুক্ত সাইকেল। চার্জ দেওয়া থাকলে প্যাডেলও করতে হয় না। আবার চার্জ ফুরিয়ে গেলে প্যাডেল করেই চালানো যায়।
কলকাতা পুলিসের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন পরিবেশকর্মীরা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সাধারণ সম্পাদক সৌরভ চক্রবর্তী বলছেন, ‘হাসপাতালের ভিতরে সাইকেল চালিয়ে বিভিন্ন কাজ করার যে উদ্যোগ কলকাতা পুলিস নিয়েছে, তা অবশ্যই একটি ভালো পদক্ষেপ।’ আপাতত দু’টি সাইকেল রাখা হয়েছে এখানে। সুদৃশ্য দু’টি সাইকেলকে ঘিরে রোগীদের পরিবারের লোকজনের উত্সাহও দেখা যাচ্ছে। অনেককেই বলতে শোনা গেল, ‘কলকাতা পুলিস লেখা এমন সাইকেল আগে দেখিনি কোথাও। দেখতেও বেশ ভালো লাগছে। এতে যদি কাজকর্ম তাড়াতাড়ি হয়, তাহলে আমাদেরও সুবিধা।’
related_post
অমৃত কথা
-
অভাব
- post_by বর্তমান
- জুলাই 20, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 20, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 20, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 18, 2025