রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

কাসপারভের মুখে গুকেশের প্রশংসা

ইউনাইটেড র‌্যাপিড ও ব্লিৎজ টুর্নামেন্টে ধারাবাহিকতা বজায় রেখে চ্যাম্পিয়ন হলেন ডোম্মারাজু গুকেশ। শেষ রাউন্ডে আমেরিকার ওয়েসলি সো’কে ৩৬ চালেই মাত দেন গুকেশ। 

কাসপারভের মুখে গুকেশের প্রশংসা

জাগ্রেব: ইউনাইটেড র‌্যাপিড ও ব্লিৎজ টুর্নামেন্টে ধারাবাহিকতা বজায় রেখে চ্যাম্পিয়ন হলেন ডোম্মারাজু গুকেশ। শেষ রাউন্ডে আমেরিকার ওয়েসলি সো’কে ৩৬ চালেই মাত দেন গুকেশ। এর সুবাদে সর্বাধিক ১৮ পয়েন্টের মধ্যে ১৪ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। এদিকে, গুকেশের কাছে জোড়া হারের পর কার্লসেন-যুগ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন গ্যারি কাসপারভ। তিনি বলেন, ‘ম্যাগনাসের রাজত্বে ভাগ বসাতে চলে এসেছে নতুন তারকা। ওর খেলায় এখন অনেক ভুল চোখে পড়ছে। জাগ্রেবে গুকেশ প্রমাণ করেছে, নরওয়েতে ওর জয় কোনও অঘটন ছিল না।’ 

রাশিফল