রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

সঞ্চালনায় কাজল ও টুইঙ্কল

এবার সঞ্চালনায় অভিনেত্রী কাজল ও টুইঙ্কল খান্না। শোনা যাচ্ছে, একটি চ্যাট শো’র জন্য জুটি বাঁধছেন বলিউডের দুই অভিনেত্রী। ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে অনুষ্ঠানটি। 

সঞ্চালনায় কাজল ও টুইঙ্কল

এবার সঞ্চালনায় অভিনেত্রী কাজল ও টুইঙ্কল খান্না। শোনা যাচ্ছে, একটি চ্যাট শো’র জন্য জুটি বাঁধছেন বলিউডের দুই অভিনেত্রী। ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে অনুষ্ঠানটি। ইন্ডাস্ট্রির তাবড় তারকারা অতিথি হিসেবে আসবেন এই অনুষ্ঠানে। কারা থাকছেন অতিথি হিসেবে? শাহরুখ খান, আমির খানের মতো তারকারা আসবেন বলে খবর। পাশাপাশি দুই সঞ্চালকের স্বামীও (অজয় দেবগন ও অক্ষয় কুমার) অতিথি হিসেবে অংশ নেবেন। সবকিছু ঠিক থাকলে চলতি বছর শেষে শুরু হবে এই অনুষ্ঠান। সূত্রের খবর, পেশাদার জীবনের পাশাপাশি তারকাদের ব্যক্তি জীবনের নানা তথ্য উঠে আসবে অনুষ্ঠানে। পাশাপাশি মজার নানা উপাদানও থাকবে। মোট আটটি পর্বের এই অনুষ্ঠানের জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। উল্লেখ্য, সদ্য মুক্তি পেয়েছে কাজল অভিনীত ‘মা’ ছবিটি। মুক্তির অপেক্ষায় ‘সরজমিন’। এই ছবিতে কাজলের সঙ্গে রয়েছেন অভিনেতা পৃথ্বিরাজ সুকুমারন, ইব্রাহিম আলি খান।    

রাশিফল