শনিবার, 19 জুলাই 2025
Logo
  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

‘নতুনকে গ্রহণ না করলে টিকে থাকা মুশকিল’

আমাজন প্রাইম ভিডিওতে ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজন আসন্ন। তার আগে মুখোমুখি অভিনেতা জিতেন্দ্র কুমার।

‘নতুনকে গ্রহণ না করলে টিকে থাকা মুশকিল’

দেবারতি ভট্টাচার্য, মুম্বই: ‘পঞ্চায়েত’-এর ‘সচিব জি’ কেমন আছেন?
•• দারুণ...। এই চরিত্র আমাকে অনেক কিছু দিয়েছে। গল্প এতটাই সহজ, প্রথমে বুঝতে পারিনি এত সরল গল্পে কীভাবে দর্শককে হাসানো সম্ভব। শহরের ছেলের গ্রামে যাওয়ার ভাবনা আমার ভালো লেগেছিল। 
• চতুর্থ সিজনে দর্শক নতুন কী পাবেন?
•• পঞ্চায়েত ব্যবস্থাকে ঘিরে প্রতি সিজনেই নতুন পরিস্থিতির সৃষ্টি হয়। এবারও নতুন ধরনের মজা রয়েছে। 
• নীনা গুপ্তার সঙ্গে কাজ করে কী শিখলেন?
•• ওঁর সঙ্গে ‘পঞ্চায়েত’-এর চারটে সিজন, আর একটা ছবি করেছি। আমি নীনা ম্যামের ভক্ত। শ্যুটিংয়ে সবকিছু কীভাবে সামলান, সেটা আমি শিখেছি। 
• ‘পঞ্চায়েত’-এর সাফল্য জীবন বদলেছে? 
•• প্রতিটা ঘরে ঘরে ‘পঞ্চায়েত’পৌঁছে গিয়েছে। এমনকী বাচ্চারাও আমাকে ‘পঞ্চায়েত’-এর জন্যই চেনে। ইন্ডাস্ট্রির মানুষও আমার এই সিরিজটি বেশি দেখেছেন। এই সিরিজের পর থেকেই নির্মাতারা আমাকে নিয়ে গল্প ভাবেন। আমার জীবনে এসব কিছু ঘটেছে ‘পঞ্চায়েত’-এর জন্যই।
• সময়ের সঙ্গে নিজেকে বদলানো কতটা প্রয়োজন? 
•• নিজেকে সব সময়ই বদলানোর প্রয়োজন আছে। এখন সবকিছু দ্রুত বদলে যাচ্ছে। নতুন জিনিসের সঙ্গে মানিয়ে না নিলে জীবন খুবই কঠিন হয়ে যায়। নতুন প্রযুক্তি আসছে। তাই নতুনকে গ্রহণ না করলে টিকে থাকা মুশকিল। নতুন যা কিছু আসছে তা শেখা খুব প্রয়োজন। নতুনকে স্বাগত জানালে লাভই হবে। 
• সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং কীভাবে সামলান?
•• আমি সবধরনের মতামত পাই। কারও পোস্ট পছন্দ হয়, কারও হয় না। সেটাই স্বাভাবিক। তাই কোনওটা নিয়েই ভাবি না। আমি কম জিনিস পোস্ট করি। ব্যক্তিগত বিষয় আমি ব্যক্তিগত রাখতেই ভালোবাসি। 

রাশিফল