শুক্রবার, 20 জুন 2025
Logo
  • শুক্রবার, ২০ জুন ২০২৫

আইটি শিল্পে বৃদ্ধি আশানুরূপ হবে না দেশে, মত ক্রিসিলের

আগামী অর্থবর্ষে (২০২৫-২৬) ভারতীয় তথ্যপ্রযুক্তি শিল্পের বাজার খুব ভালো যাবে না। এই শিল্পে বৃদ্ধির হার ৬ থেকে ৮ শতাংশ হতে পারে। মনে করছে ক্রেডিট রেটিং সংস্থা ক্রিসিল।

আইটি শিল্পে বৃদ্ধি আশানুরূপ  হবে না দেশে, মত ক্রিসিলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী অর্থবর্ষে (২০২৫-২৬) ভারতীয় তথ্যপ্রযুক্তি শিল্পের বাজার খুব ভালো যাবে না। এই শিল্পে বৃদ্ধির হার ৬ থেকে ৮ শতাংশ হতে পারে। মনে করছে ক্রেডিট রেটিং সংস্থা ক্রিসিল। তাদের বক্তব্য, ২০২৩-২৪ অর্থবর্ষে এই বৃদ্ধির হার ছিল ৬ শতাংশ। সংখ্যাটি এবারও একইরকম থাকবে বলেই মনে করা হচ্ছে। এর আগের বছরগুলিতে গড়ে বার্ষিক বৃদ্ধির হার ছিল ১২ শতাংশ। অর্থাৎ দেশীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির জন্য পরপর  তিনবছর বাজার ততটা ভালো যাবে না। এমনটাই মনে করছে ক্রিসিল। কেন এই শিল্প ততটা এগবে না? বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকা এবং ইউরোপের মতো দেশগুলিতে বাণিজ্যিক সংস্থা বা অন্যান্য প্রতিষ্ঠান প্রযুক্তি খাতে সবচেয়ে বেশি খরচ করে। কিন্তু বিশ্বের আর্থিক পরিস্থিতি ততটা ভালো নয়। সেদিকে নজর দিয়েই প্রযুক্তি খাতে খরচ বা বিনিয়োগ মাঝারি মাপে বাড়াবে সংশ্লিষ্ট দেশগুলি। অর্থাৎ তারা এই খাতে খরচে রাশ টানবে। যেহেতু তথ্যপ্রযুক্তিতে ভারতের মতো দেশগুলি ওইসব দেশে সবচেয়ে বেশি পরিষেবা রপ্তানি করে, তাই তাদের ব্যবসা কিছুটা মার খেতে পারে। কারণ, আমেরিকা-ইউরোপ থেকে তাদের বরাত কমবে। 
ব্যবসা না বাড়ালেও, তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির মুনাফায় বড় একটা প্রভাব পড়বে না বলে মনে করছে ক্রিসিল। তাদের যুক্তি, যেকোনও তথ্যপ্রযুক্তি সংস্থা চালিয়ে নিয়ে যেতে সবচেয়ে বেশি খরচ হয় কর্মীদের মাইনে খাতে। সংস্থার খরচের ৮৫ শতাংশ ধরে রাখে কর্মীদের বেতন। যেহেতু বাজার আশানুরূপ ভালো যাবে না, তাই সেদিকে তাকিয়ে তথ্যপ্রযুক্তি শিল্প সংস্থাগুলি নতুন করে কর্মী নিয়োগের ক্ষেত্রে কিছুটা লাগাম পরাবে বলেই মনে করছে ক্রেডিট রেটিং সংস্থাগুলি। পাশাপাশি ছেড়ে যাওয়া কর্মীদের জায়গায় কর্মী নিয়োগের ক্ষেত্রেও খরচ কমাবে তারা। দেশের সবচেয়ে বড় ২৪টি তথ্যপ্রযুক্তি সংস্থা, যাদের সামগ্রিক আয় দেশের মোট তথ্যপ্রযুক্তি শিল্পের প্রায় ৫৫ শতাংশ দখল করে রাখে, তাদের উপর সমীক্ষা চালিয়ে এই রিপোর্ট পেশ করেছে ক্রিসিল।