চোটের অজুহাত ক্যাপ্টেন পন্থের
আর প্লে-অফে ওঠার আশা নেই লখনউ সুপার জায়ান্টসের। চলতি মরশুমের শুরু থেকেই ধারাবাহিকতার অভাবে ভুগছিল পন্থ-ব্রিগেড।

বর্তমান ওয়েবডেস্ক
মে ২১, ২০২৫
লখনউ: আর প্লে-অফে ওঠার আশা নেই লখনউ সুপার জায়ান্টসের। চলতি মরশুমের শুরু থেকেই ধারাবাহিকতার অভাবে ভুগছিল পন্থ-ব্রিগেড। সোমবার হায়দরাবাদের কাছে হারের পর যে ক্ষীণ আশাটুকু ছিল, সেটাও শেষ। ভরাডুবির জন্য চোট আঘাত সমস্যাকে অজুহাত হিসেবে মেলে ধরলেন লখনউ অধিনায়ক। পন্থ বলেন, ‘এটা আমাদের অন্যতম সেরা মরশুম হতে পারত। কিন্তু শুরু থেকেই চোট সমস্যা ভুগিয়েছে আমাদের। একাধিক গুরুত্বপূর্ণ বোলারকে পাইনি। সেই অভাব আর পূরণ করা সম্ভব হয়নি।’
চোটের কারণে মহসিন খানকে পায়নি লখনউ। তাঁর পরিবর্তে শার্দূল ঠাকুরকে নেওয়া হয়। এছাড়া শুরুর দিকে আভেশ খান, আকাশ দীপ ও মায়াঙ্ক যাদবও ছিলেন না। পরে অবশ্য তিনজনেই দলে ফিরেছিলেন। তবে ফের চোট পেয়ে ছিটকে যান মায়াঙ্ক। পন্থের মন্তব্য, ‘মেগা নিলামে আমরা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে দল তৈরি করেছিলাম। ব্যাটাররা দারুণ পারফরম্যান্স মেলে ধরেছে। পুরো বোলিং ইউনিটকে পেলে চিত্রটা আলাদা হতো। তবে চোট আঘাত খেলারই অঙ্গ।’ পন্থের মতে, এবার লখনউয়ের বড় প্রাপ্তি দিগবেশ রাঠি। অধিনায়কের মন্তব্য, ‘দিগবেশের এটা প্রথম মরশুম। কিন্তু পারফরম্যান্স দেখে তা বোঝার উপায় নেই। আগামী দিনে ও আরও উন্নতি করবে।’
চলতি মরশুমে ঋষভের ব্যক্তিগত পারফরম্যান্স একেবারেই পাতে দেওয়ার নয়। ১১ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১৩৫ রান। পন্থ অবশ্য নিজে এই ব্যাপারে মুখ খোলেননি। লখনউয়ের ওপেনার মিচেল মার্শ তাঁর পাশে দাঁড়িয়েছেন। অজি তারকার কথায়, ‘ক্রিকেটারদের কেরিয়ারে এমন সময় আসে। তবে ও দ্রুত ছন্দে ফিরবে।’
tags
related_post
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 19, 2025
অমৃত কথা
-
জগৎ
- post_by বর্তমান
- জুন 19, 2025
আজকের দিনে
-
ইতিহাসে আজকের দিন
- post_by Admin
- জুন 19, 2025
এখনকার দর
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 19, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 19, 2025
-
ইউরো
- post_by Admin
- জুন 19, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 19, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 19, 2025