আজ আরসিবি’র সামনে হায়দরাবাদ, ছন্দ বজায় রাখাই লক্ষ্য কোহলিদের
ধোনির নেতৃত্বে পাঁচবার আইপিএল খেতাব জিতেছে চেন্নাই সুপার কিংস। মুম্বই ইন্ডিয়ান্সও সমসংখ্যক ট্রফি ঘরে তুলেছে রোহিত শর্মার অধিনায়কত্বে। তাঁদের ধারেকাছে নেই বিরাট কোহলি।

বর্তমান ওয়েবডেস্ক
মে ২৩, ২০২৫
লখনউ: ধোনির নেতৃত্বে পাঁচবার আইপিএল খেতাব জিতেছে চেন্নাই সুপার কিংস। মুম্বই ইন্ডিয়ান্সও সমসংখ্যক ট্রফি ঘরে তুলেছে রোহিত শর্মার অধিনায়কত্বে। তাঁদের ধারেকাছে নেই বিরাট কোহলি। সতেরো বছর ধরে তিনি আরসিবি’র হয়ে খেলছেন, নেতৃত্বও দিয়েছেন। কিন্তু ট্রফি অধরাই থেকেছে। তিন তিনবার রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কিং কোহলিকে। এবার কি চাকা ঘুরবে? প্রবল আশায় বুক বাঁধছেন আরসিবি সমর্থকরা। বিরাট কোহলিও আইপিএল ট্রফির স্বাদ পেতে মরিয়া। সত্যি বলতে কী, এবার বেঙ্গালুরুর পারফরম্যান্স নিঃসন্দেহে চমকপ্রদ। অনেক আগেই তারা প্লে-অফের টিকিট পাকা করেছে। ১২ ম্যাচে ঝুলিতে ১৭ পয়েন্ট। শুক্রবার একানা স্টেডিয়ামে কোহলিদের সামনে সানরাইজার্স হায়দরাবাদ। বাকি দু’টি ম্যাচ জিতে প্রথম দুয়ে থাকার সুযোগ রয়েছে আরসিবি’র সামনে। সেক্ষেত্রে প্রথম কোয়ালিফায়ার খেলে সরাসরি ফাইনালে ওঠা সম্ভব। হারলেও মিলবে আরও একটা সুযোগ। খেলবেন এলিমিনেটর ম্যাচ। এই কারণেই সানরাইজার্স ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছে আরসিবি।
এবারের মতো প্লে-অফে ওঠার আশা শেষ হয়ে গিয়েছে হায়দরাবাদের। তবে বাকি ম্যাচগুলি জিতে সমর্থকদের হতাশা কিছুটা দূর করতে প্যাট চাইছেন কামিন্সরা। গত ম্যাচে ৬ উইকেটে জিতে লখনউয়ের বিদায় ঘণ্টা বাজিয়েছেন তাঁরা। এবার আরসিবি’কেও চ্যালেঞ্জ জানাতে তৈরি অভিষেক শর্মারা। ট্রাভিস হেড করোনা আক্রান্ত। তিনি ফিট না হলে অভিষেক শর্মার সঙ্গে অথর্ব তাইডেই হয়তো ওপেন করবেন। তিনে ঈশান কিষান। চারে বড় ভরসা হেনরিখ ক্লাসেন। মিডল অর্ডারে কামিন্দু মেন্ডিসের ভূমিকাও হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হায়দরাবাদের বোলিং বেশ শক্তিশালী। পেস আক্রমণে কামিন্স ছাড়াও আছেন হার্শল প্যাটেল, এসান মালিঙ্গা। স্পিনার জিসান আনসারিও চমক দিতে তৈরি।
গত ৩ মে শেষ ম্যাচ খেলেছিল আরসিবি। তারপর ছিল কেকেআরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। সেটা ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। সেদিনই ছিটকে যায় নাইট ব্রিগেড। দীর্ঘ বিশ্রাম কোহলিদের পক্ষে সুবিধা না অসুবিধার কারণ হবে, তা টের বোঝা যাবে শুক্রবার। জ্যাকব বেথেল না থাকায় টিম সেইফার্টকে নিয়েছে আরসিবি। তিনি হয়তো ওপেন করবেন কোহলির সঙ্গে। তিন নম্বরে পাদিক্কাল ও চারে ক্যাপ্টেন রজত পাতিদার নামতে পারেন। মিডল অর্ডারে আছেন জীতেশ শর্মা, টিম ডেভিড ও রোমারিও শেফার্ড।
ক্রুণাল পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্স বহু ম্যাচে আরসিবি’কে অক্সিজেন জুগিয়েছে। একানা স্টেডিয়ামের পিচে বল ঘুরতে পারে। সেই নিরিখে ক্রুণালের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। পাশাপাশি রয়েছেন পেসার ভুবনেশ্বর কুমার, যশ দয়াল ও লুঙ্গি এনগিডি। স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলতে পারেন সুয়াশ শর্মা।
ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। স্টার স্পোর্টস ও জিওহটস্টারে সম্প্রচার।
tags
related_post
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 23, 2025
অমৃত কথা
-
সন্ন্যাসী
- post_by বর্তমান
- জুন 23, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুন 21, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 21, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 21, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 19, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 22, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 22, 2025