বৈভবের ব্যাটে ঝড়, মাহিদের ৬ উইকেটে হারাল রাজস্থান
পয়েন্ট তালিকার তলানিতে থাকা দুই দলের লড়াই। এভাবে চিহ্নিত হচ্ছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের ম্যাচ। আর সেই মোকাবিলায় শেষ হাসি হাসল রাজস্থান।

বর্তমান ওয়েবডেস্ক
মে ২১, ২০২৫
নয়াদিল্লি:পয়েন্ট তালিকার তলানিতে থাকা দুই দলের লড়াই। এভাবে চিহ্নিত হচ্ছিল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের ম্যাচ। আর সেই মোকাবিলায় শেষ হাসি হাসল রাজস্থান। কোটলায় মঙ্গলবার ১৭ বল বাকি থাকতে চেন্নাইকে ৬ উইকেটে হারাল তারা। ১৮৮ রানের জয়ের লক্ষ্যে চার উইকেটে খুইয়ে ১৭.১ ওভারে পৌঁছল তারা। এদিনের পরাজয়ের ফলে মহেন্দ্র সিং ধোনির দলের ঠিকানা লিগ টেবিলে সবার নীচে। ১৩ ম্যাচে তাদের পকেটে মাত্র ৬ পয়েন্ট। অন্যদিকে, ১৪ ম্যাচে ৮ পয়েন্ট রাজস্থানের। তারা রয়েছে ৯ নম্বরে। ‘লাস্ট বয়’ তকমা মুছে ফেলতে শেষ ম্যাচে মাহিদের বড় ব্যবধানে জিততে হবে।
বৈভব সূর্যবংশীর (৩৩ বলে ৫৭) ঝোড়ো ব্যাটিংই তফাত গড়ে দিল। ১৪ বছর বয়সী ১৭২.৭২ স্ট্রাইক রেটে মারল ৪টি চার ও ৪টি ছক্কা। শুরুতে অবশ্য যশস্বী জয়সওয়ালই ছিলেন বেশি আক্রমণাত্মক। প্রথম উইকেটে ওঠা ৩৭ রানের মধ্যে তাঁরই ৩৬। ১৯ বলে যশস্বী মারেন ৫টি চার ও ২টি ছক্কা। তিনি ফেরার পর ক্যাপ্টেন সঞ্জু স্যামসনের সঙ্গে বৈভব যোগ করে ৯৮ রান। স্যামসনের সংগ্রহ ৪১। রিয়ান পরাগ (৩) ব্যর্থ হলেও ধ্রুব জুরেল (১২ বলে অপরাজিত ৩১) ও শিমরন হেটমায়ার (৫ বলে অপরাজিত ১২) জিতিয়ে ফেরেন দলকে। রাহুল দ্রাবিড়ের ছাত্ররা শেষ ম্যাচে পেল সান্ত্বনার জয়।
তার আগে টস হেরে ব্যাট করতে নেমে চেন্নাই আট উইকেটে তোলে ১৮৭। একসময় যদিও মনে হচ্ছিল ২১০ পেরিয়ে যাবে তারা। কিন্তু অন্তত ২০ রান কম ওঠে। শেষ তিন ওভারে আসে মাত্র ১৭। আর সেটাও ক্রিজে শিবম দুবে (৩৯) ও ধোনির (১৬) উপস্থিতিতে। ২০তম ওভারে শিবম ও ধোনিকে ফেরান আকাশ মাধওয়াল। ১৭ বলের ইনিংসে একটা ছক্কা ছাড়া কোনও বাউন্ডারি নেই মাহির। অতীতের ছায়াই লাগল তাঁকে। ‘ম্যাচের সেরা’ মাধওয়াল (৩-২৯) ও তুষার দেশপাণ্ডে, রাজস্থানের দুই পেসার ডেথ ওভারে নিখুঁত নিশানার পরিচয় রাখলেন। তিন উইকেট নেন যুধবীরও (৩-৪৭)। চেন্নাইয়ের কেউ বড় রান পাননি। আয়ূশ মাতরে (৪৩), ডিওয়াল্ড ব্রেভিস (৪২) ফেরেন হাফ-সেঞ্চুরির আগে। ডেভন কনওয়ে (১০), উরভিল প্যাটেল (০),রবিচন্দ্রন অশ্বিন (১৩), রবীন্দ্র জাদেজা (১) ব্যাট হাতে ব্যর্থ।
tags
related_post
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 19, 2025
অমৃত কথা
-
জগৎ
- post_by বর্তমান
- জুন 19, 2025
আজকের দিনে
-
ইতিহাসে আজকের দিন
- post_by Admin
- জুন 19, 2025
এখনকার দর
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 19, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 19, 2025
-
ইউরো
- post_by Admin
- জুন 19, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 19, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 19, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 19, 2025