বৃহস্পতিবার, 19 জুন 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

ধোনি বাহিনীকে ৬ উইকেটে ধরাশায়ী করল রাজস্থান

মঙ্গলবার চেন্নাইকে ৬ উইকেটে হারিয়ে দিল রাজস্থান। ১৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৭.১ ওভারে মাত্র চার উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নিল তারা।

ধোনি বাহিনীকে ৬ উইকেটে ধরাশায়ী করল রাজস্থান

দিল্লি, ২০ মে: মঙ্গলবার চেন্নাইকে ৬ উইকেটে হারিয়ে দিল রাজস্থান। ১৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৭.১ ওভারে মাত্র চার উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নিল তারা।
এদিন টসে জিতে চেন্নাইকে প্রথমে ব্যাট করতে পাঠায় রাজস্থান। শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ধোনি বাহিনী। মাত্র ১২ রানে প্রথম দুটি উইকেট হারায় তারা। এই পরিস্থিতিতে ব্যাটিংয়ের হাল ধরেন আয়ুশ। ৪৩ রানে তিনি প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পরে ফের ছন্দপতন ঘটে চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপে। এই পরিস্থিতিতে ব্রেভিস ও শিবম দায়িত্বশীল ইনিংস উপহার দেন। ৪২ রান করে আউট হন ব্রেভিস। শিবম প্যাভিলিয়নে ফেরেন ৩৯ রানে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে চেন্নাই সুপার কিংস।
টার্গেট তাড়া করতে নেমে শুরুটা খুব ভালো হয় রাজস্থানের। ৩৩ বলে ৫৭ রানের দুরন্ত ইনিংস উপহার দেন বৈভব। যশস্বী করেন ৩৬ রান। এদিনের জয়ের পিছনে ৪১ রানের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অধিনায়ক সঞ্জুও। যার দৌলতে ৬ উইকেটে জয় নিশ্চিত করল রাজস্থান।