শনিবার, 19 জুলাই 2025
Logo
  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

ভারতের ঘরে ঘরে সোনার ভাণ্ডার! পরিমাণ পাকিস্তানের অর্থনীতির চেয়েও ৬ গুণ বেশি

ভারতীয় মধ্যবিত্ত পরিবারে সোনায় বিনিয়োগের প্রবণতা নতুন নয়। যুগ যুগ ধরে ভারতীয় পরিবারগুলি সোনা কেনার দিকে মনোনিবেশ করে এসেছে। 

ভারতের ঘরে ঘরে সোনার ভাণ্ডার! পরিমাণ পাকিস্তানের অর্থনীতির চেয়েও ৬ গুণ বেশি

নয়াদিল্লি: ভারতীয় মধ্যবিত্ত পরিবারে সোনায় বিনিয়োগের প্রবণতা নতুন নয়। যুগ যুগ ধরে ভারতীয় পরিবারগুলি সোনা কেনার দিকে মনোনিবেশ করে এসেছে। আর্থিক দিক তো বটেই, এরসঙ্গেই সোনা কেনাকে শুভ হিসেবে মনে করারও চল রয়েছে। ফলে ভারতের ঘরে ঘরে সঞ্চিত রয়েছে বিপুল পরিমাণে হলদে ধাতু। 

সম্প্রতি, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, ভারতের বাড়ি এবং মন্দিরগুলিতে মজুদ সোনা রয়েছে প্রায় ২৫ হাজার টন। যার মূল্য প্রায় ২.৪ ট্রিলিয়ন ডলার। যা পাকিস্তানের অর্থনীতির তুলনায়ও প্রায় ৬ গুণ বেশি। আবার এই সোনার পরিমাণ ২০২৬ অর্থবছরের দেশের জিডিপি-র প্রায় ৫৬ শতাংশ। 

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুসারে, ভারতের বাড়ি ও মন্দিরে সংরক্ষিত সোনা বৈশ্বিক পর্যায়েও এক বিরাট আর্থিক সম্পদ। এই সোনার মূল্য এতটাই বেশি, যা বেশ কয়েকটি দেশের জিডিপিকেও ছাড়িয়ে যায়।

বর্তমানে পাকিস্তানের জিডিপি রয়েছে ৪০০ বিলিয়ন ডলারের আশেপাশে। যা কিনা ভারতীয় মন্দির ও বাড়িতে বাড়িতে থাকা স্বর্ণ সম্পদের তুলনায় প্রায় ছ’ ভাগের এক ভাগ। 

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সোনা কেবল ব্যক্তিগত সম্পত্তি হিসেবেই গুরুত্বপূর্ণ নয়, বরং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতায়ও অবদান রাখে। তবে বিশেষজ্ঞদের দাবি, এই সোনা অর্থনীতিতে সক্রিয়ভাবে ব্যবহার করা প্রয়োজন। তবে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

রাশিফল