শুক্রবার, 11 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫

সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত অর্থ বাড়ল ৩ গুণ

সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাঙ্কগুলিতে ভারতীয় নাগরিকদের গচ্ছিত অর্থ ২০২৪ সালে প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়ে ৩৭ হাজার ৬০০ কোটি টাকায় পৌঁছে গিয়েছে।

সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত অর্থ বাড়ল ৩ গুণ

নয়াদিল্লি: সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাঙ্কগুলিতে ভারতীয় নাগরিকদের গচ্ছিত অর্থ ২০২৪ সালে প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়ে ৩৭ হাজার ৬০০ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। যা গত ১১ বছরের মধ্যে সর্বোচ্চ এবং ২০২৩ সালের তুলনায় ১১ শতাংশেরও বেশি। বুধবার একটি রিপোর্ট প্রকাশ করে এমনটাই জানিয়েছে সুইস ন্যাশনাল ব্যাঙ্ক (এসএনবি)। রিপোর্টে বলা হয়েছে, ২০২৩ সালে ভারতীয়দের জমা করা অর্থের পরিমাণ ছিল প্রায় ১২ হাজার ৫০০ কোটি টাকা। সেই নিরিখে বিশ্ব তালিকায় ৬৭ নম্বরে ছিল ভারত। ২০২৪ সালে গচ্ছিত টাকার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ভারত এখন ৪৮ নম্বরে উঠে এসেছে। যদিও ঠিক তার আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে ভারত ছিল ৪৬ নম্বরে। এসএনবির এই রিপোর্ট ঘিরে স্বাভাবিকভাবেই আলোড়ন পড়েছে বিভিন্ন মহলে। সামাজিক মাধ্যমে অনেকেই কালো টাকার প্রসঙ্গ তুলে মোদি সরকারের সমালোচনা করেছেন। 

রাশিফল