শনিবার, 19 জুলাই 2025
Logo
  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

মহিলাদের ফুটবলে ১৩ গোল ভারতের

মহিলাদের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দুরন্ত জয় ভারতের। সোমবার থাইল্যান্ডর চিয়াং মাই স্টেডিয়ামে মঙ্গোলিয়াকে ১৩-০ গোলে হারাল ভারত। 

মহিলাদের ফুটবলে ১৩ গোল ভারতের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহিলাদের এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে দুরন্ত জয় ভারতের। সোমবার থাইল্যান্ডর চিয়াং মাই স্টেডিয়ামে মঙ্গোলিয়াকে ১৩-০ গোলে হারাল ভারত। উল্লেখ্য, এশিয়ান কাপের যে কোনও পর্যায়ে এটিই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে ২০০৫ সালে গুয়ামকে ১০ গোলে বশ মানায় মহিলা দল। 
এদিন ম্যাচের অন্যতম নায়ক স্ট্রাইকার পেয়ারি ঝাঝা। একাই পাঁচটি গোল করেছেন তিনি। এছাড়া জোড়া লক্ষ্যভেদ সৌম্যা গুগুলথ ও প্রিয়দর্শিনীর। স্কোরশিটে নাম তোলেন সঙ্গীতা বাসফোর, রিম্পা হালদার, মালবিকা ও গ্রেস ডাংমেই। উল্লেখ্য, এশিয়ান কাপের যোগ্যতা পর্বে রীতিমতো খাবি খাচ্ছে পুরুষ দল। প্রথম ২ ম্যাচে তাদের পয়েন্ট মাত্র ১। সেই প্রেক্ষিতে মহিলা দলের পারফরম্যান্স কিছুটা হলেও স্বস্তি দিল সমর্থকদের।

রাশিফল