শুক্রবার, 11 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫

রোনাল্ডিনহোর অবদান ভুলব না: মেসি

 বার্সেলোনায় শুরুর দিনে লায়োনেল মেসির গাইড ছিলেন রোনাল্ডিনহো গাউচো। কাতালন ক্লাবটির জার্সি গায়ে চাপিয়ে লিওর প্রথম গোল ব্রাজিলিয়ান কিংবদন্তির পাস থেকেই।

রোনাল্ডিনহোর অবদান ভুলব না: মেসি

বার্সেলোনা, ১৪ মার্চ: বার্সেলোনায় শুরুর দিনে লায়োনেল মেসির গাইড ছিলেন রোনাল্ডিনহো গাউচো। কাতালন ক্লাবটির জার্সি গায়ে চাপিয়ে লিওর প্রথম গোল ব্রাজিলিয়ান কিংবদন্তির পাস থেকেই। বিশ্বখ্যাত ক্লাবে কীভাবে নিজেকে পরিশীলিত করতে হয়, তাও মেসিকে শিখিয়েছেন রোনাল্ডিনহো। মাঠ ও মাঠের বাইরে দু’জনের রসায়ন ছিল দুর্দান্ত। তারপর ক্রমশ ফোকাস থেকে দূরে সরে গিয়েছেন ব্রাজিলিয়ান প্রতিভাটি। আর ব্যক্তিগত ক্যারিশ্মায় তা ভরাট করেছেন মেসি। রোনাল্ডিনহো সম্পর্কে মেসি বরাবরই শ্রদ্ধাশীল। এমনিতে অন্তর্মুখী হলেও প্রিয় ‘রনি’ নিয়ে অনর্গল কথা বলতে পছন্দ করেন বাঁ পায়ের জাদুকরটি। কয়েক দিন আগে স্প্যানিশ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেওছিলেন, ‘এই জায়গায় পৌঁছানোর জন্য রোনাল্ডিনহোর অবদান জীবনে কোনওদিন ভুলব না।’
লিওর সেই বন্ধু রনি এখন ‘বৃদ্ধ’ হয়েছেন। আর্থিক অনটন নিত্যসঙ্গী। এই অসময়ে তাঁকে একাধিকবার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আর্জেন্তাইন মহাতারকা। তবে এই সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খোলেননি তিনি। শুধু বলেছেন, ‘বন্ধুর পাশে বন্ধুই দাঁড়াবে। প্রয়োজনে শেষদিন পর্যন্ত রোনাল্ডিনহোর পাশে থাকব। ওর ট্রফি ক্যাবিনেট কতটা সমৃদ্ধ তা সবাই জানেন। বিশ্ব ফুটবলের ম্যাজিশিয়ান ও। বিশ্বকাপ, কোপা আমেরিকা, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, স্প্যানিশ সুপার কাপের পদক রয়েছে রনির। ক্লাব বিশ্বকাপ শুরু হওয়ার আগে ব্রাজিলিয়ান কিংবদন্তি বলেছিলেন, ‘লিও শুধু অল টাইম গ্রেট ফুটবলার নয়, মানুষ হিসেবেও ও তুলনাহীন। সবচেয়ে বড় কথা, ঢাকঢোল পিটিয়ে কোনও  কাজ করা লিওর স্বভাবে নেই। পর্দার আড়ালে থেকেই কর্তব্য পালন করতেই ও ভালোবাসে।’

রাশিফল