‘বাংলার মিষ্টির প্রেমে পড়েছি’

বর্তমান ওয়েবডেস্ক
জুলাই ৫, ২০২৫
পূর্বাশা দাস: কেমন আছেন?
খুব ভালো আছি। কলকাতায় এলে ভালোই লাগে।
কলকাতার সঙ্গে আপনার যোগাযোগ তো বাড়ছে?
সত্যি। এটা আমিও ভাবছিলাম। কিছুদিন আগেই ‘খাকি’র জন্য কলকাতায় এসেছিলাম। আমার মনে হয় কলকাতা আমাকে খুব ভালোবাসে (হাসি)।
নামেই তো আপনার বাংলার সঙ্গে যোগ!
পূর্বজন্মে হয়তো বাংলার সঙ্গে কোনও যোগাযোগ ছিল। তাই হয়তো আমি ফিরে ফিরে আসি। আমি জানি না, মা কেন এই নামটা রেখেছিল। এই নামের সঙ্গে রবীন্দ্রনাথ জুড়ে রয়েছেন।
‘খাকি’তে কেমন অভিজ্ঞতা হয়েছিল?
জিতের এটা প্রথম হিন্দি কাজ মনেই হয়নি। শুধু কলকাতা নয়, বাংলাদেশেও জিতের অনেক অনুরাগী।
বাংলার কোন জিনিস আপনার সবথেকে পছন্দের?
বাংলার মিষ্টি। নলেন গুড়ের সন্দেশ, চমচম আমার চাই-ই চাই। বাংলার মিষ্টির প্রেমে পড়ে গিয়েছি।
বাঙালির প্রিয় ইলিশ খেয়েছেন?
ওই যে মাছটা পাতার মধ্যে দিয়ে সর্ষে বাটায় রান্না করা হয়? আমি ওটাও দারুণ ভালোবাসি।
গৌতম ঘোষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?
উনি একজন ব্যতিক্রমী পরিচালক। সৎভাবে নিজের গল্প বলেন। সেই গল্পে আবেগ ছুঁয়ে যায়। ওঁর সততার সঙ্গে দর্শক সবথেকে বেশি কানেক্ট করতে পারেন। গৌতম ঘোষের গল্প বলার মধ্যে কোনও চালাকি নেই।
চিত্রনাট্য বাছাইয়ের ক্ষেত্রে আপনি কোন বিষয়ে গুরুত্ব দেন?
আমার কাছে পরিচালক খুব গুরুত্বপূর্ণ। ব্যবসার দিক থেকে দেখলে ভালো প্রযোজনা সংস্থাও দরকার।
আট ঘণ্টা কাজের সময়সীমা নিয়ে ইন্ডাস্ট্রিতে বহু আলোচনা হচ্ছে, আপনার কী মত?
আমি সকলের বক্তব্যকে সম্মান করি। কাউকে আট ঘন্টা কাজ করতে হতে পারে কেউ বা তিন ঘন্টা কাজ করতে পারেন। কেউ মাতৃত্বের জন্য কাজ ছাড়তে পারেন বা কাজ করতে পারেন। সেটা সম্পূর্ণ তাঁর পছন্দ। অপরদিকে পরিচালক এবং প্রযোজকদেরও সমস্যা রয়েছে। তাঁদের ব্যবসায়িক দিকটা নিয়ে ভাবতে হবেই। সময় এবং অর্থ তো সমার্থক।
বাংলা সিনেমাতে আপনাকে দেখা যাবে?
কোনও ভালো অফার এলে অবশ্যই করব। যে কোনও ভাষাতেই আমি কাজ করতে রাজি।
related_post
অমৃত কথা
-
অভাব
- post_by বর্তমান
- জুলাই 20, 2025
আজকের দিনে
-
ইতিহাসে আজকের দিনে
- post_by Admin
- জুলাই 19, 2025
-
ইতিহাসে আজকের দিনে
- post_by Admin
- জুলাই 20, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 20, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 20, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 18, 2025