মঙ্গলবার, 24 জুন 2025
Logo
  • মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

রিওতে রুপো জিতে কেঁদেছিলাম: সিন্ধু

রিও ডি জেনেইরো ওলিম্পিকসে তখনও ভারতের ঝুলিতে এসেছে মাত্র একটি পদক। কুস্তিতে ব্রোঞ্জ গলায় উঠেছে সাক্ষী মালিকের।

রিওতে রুপো জিতে কেঁদেছিলাম: সিন্ধু

নয়াদিল্লি: রিও ডি জেনেইরো ওলিম্পিকসে তখনও ভারতের ঝুলিতে এসেছে মাত্র একটি পদক। কুস্তিতে ব্রোঞ্জ গলায় উঠেছে সাক্ষী মালিকের। দ্বিতীয় পদকটি আসে পিভি সিন্ধুর হাত ধরে। রুপো জিতে দেশের মুখ উজ্জ্বল করেন তিনি। সেদিন সারা রাত চোখের জলেই ভাসিয়েছেন হায়দরাবাদি শাটলার। রবিবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে স্মৃতিমন্থনের সময় এমনটাই জানালেন সিন্ধু। 
দীর্ঘদিন ধরেই সেরা ছন্দের ধারেকাছে দেখা যাচ্ছে না পিভি সিন্ধুকে। চোট আঘাতে জর্জরিত হায়দরাবাদি শাটলার। কেরিয়ারে অনেক ওঠাপড়া দেখেছেন তিনি। তাই লড়াইয়ের মঞ্চ ছাড়তে নারাজ সিন্ধু। রবিবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে সেই কথাই জানালেন হায়দরাবাদি তারকা। পাশাপাশি কেরিয়ারের বিস্তর অভিজ্ঞতাও ভাগ করে নেন দর্শকদের সঙ্গে। সিন্ধু বলেন, ‘যেদিন রিওতে পদক জিতেছিলাম, সেই রাতে আবেগ সামলাতে পারছিলাম না কিছুতেই, সমানে কেঁদেছি। তার কারণটা অবশ্য ঠিক বলতে পারব না। সোনা হাতছাড়া হওয়ার দুঃখ যেমন ছিল, তেমনই ওলিম্পিকসে পদক জয়ের স্বপ্নপূরণের আনন্দও ছিল। সবকিছু যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল।’