শুক্রবার, 11 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫

পাসপোর্ট পেতে স্বামীর সই অপ্রয়োজনীয়, নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

পাসপোর্টের আবেদন করার জন্য কোনও মহিলাকে তার স্বামীর অনুমতি বা সই নেওয়ার প্রয়োজন নেই। একটি মামলার প্রেক্ষিতে এমনই নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। সম্প্রতি রেবতী নামে এক মহিলা মামলা দায়ের করেন। 

পাসপোর্ট পেতে স্বামীর সই অপ্রয়োজনীয়, নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

চেন্নাই: পাসপোর্টের আবেদন করার জন্য কোনও মহিলাকে তার স্বামীর অনুমতি বা সই নেওয়ার প্রয়োজন নেই। একটি মামলার প্রেক্ষিতে এমনই নির্দেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। সম্প্রতি রেবতী নামে এক মহিলা মামলা দায়ের করেন। ওই মহিলা জানান, ২০২৩ সালে তাঁর বিয়ে হয়। কিন্তু পারিবারিক বিবাদের জেরে মহিলার স্বামী বিচ্ছেদ চেয়ে স্থানীয় আদালতে আবেদন করেন। সেই আবেদনের নিষ্পত্তি এখনও হয়নি। চলতি বছরের এপ্রিলে রেবতী পাসপোর্টের জন্য আঞ্চলিক দপ্তরে আবেদন করেন। কিন্তু তাঁর আবেদন মঞ্জুর হয়নি। খোঁজ নিতে গিয়ে মহিলা জানতে পারেন, নির্দিষ্ট ফর্মে তাঁর স্বামীর সই প্রয়োজন। তবেই আবেদনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ করবে পাসপোর্ট অফিস। মহিলার বিবাহ বিচ্ছেদের মামলার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলা হয়। পাসপোর্ট না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন রেবতী। 
বিচারপতি এন আনন্দ বেঙ্কটেশের এজলাসে ওই মামলার শুনানি হয়। বিচারপতি জানান, ওই মহিলার পাসপোর্ট তৈরির প্রক্রিয়া অবিলম্বে শুরু করতে হবে। এর জন্য স্বামীর অনুমতি বা সইয়ের প্রয়োজন নেই। আদালত আরও জানায়, একজন বিবাহিতা মহিলা কখনই তাঁর স্বামীর ‘সম্পত্তি’ নন। পাসপোর্ট অফিস যেভাবে স্বামীর অনুমতি চেয়ে ফর্মে সই করাতে বাধ্য করছে, তা আশ্চর্যজনক। আঞ্চলিক পাসপোর্ট দপ্তর ওই মহিলাকে কার্যত অসম্ভব কাজ করতে বাধ্য করছে। এটা সমাজের জন্য কখনই শুভ লক্ষণ নয়। চার সপ্তাহের মধ্যে সমস্ত প্রক্রিয়া মিটিয়ে ওই মহিলাকে পাসপোর্ট দেওয়ার জন্যও নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট।

রাশিফল