শনিবার, 14 জুন 2025
Logo
  • শনিবার, ১৪ জুন ২০২৫

মে মাসে স্বাভাবিকের থেকে বেশি তাপপ্রবাহের পূর্বাভাস

ঝড়-বৃষ্টি চলার কারণে মে মাসের প্রথম কয়েকদিন দক্ষিণবঙ্গে খুব বেশি গরম পড়বে না। কিন্তু সামগ্রিকভাবে মে মাসে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের চেয়ে বেশি দিন তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে। 

মে মাসে স্বাভাবিকের থেকে বেশি তাপপ্রবাহের পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঝড়-বৃষ্টি চলার কারণে মে মাসের প্রথম কয়েকদিন দক্ষিণবঙ্গে খুব বেশি গরম পড়বে না। কিন্তু সামগ্রিকভাবে মে মাসে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের চেয়ে বেশি দিন তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর মে মাসের জন্য গোটা দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে যে দীর্ঘকালীন পূর্বাভাস জারি করেছে, সেখানেই একথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গ বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব প্রভৃতি রাজ্যে স্বাভাবিকের থেকে বেশি তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে।  নিয়মিত বজ্রমেঘ সৃষ্টি হয়ে ঝড়-বৃষ্টি হওয়ার জন্য এপ্রিল মাসে পশ্চিমবঙ্গে তাপপ্রবাহ পরিস্থিতি কম হয়েছিল। কিন্ত বিহার, ঝাড়খণ্ড সহ উত্তর ভারতজুড়ে এপ্রিল মাসে তাপপ্রবাহে জেরবার হতে হয়েছে মানুষকে। প্রসঙ্গত, কলকাতায় বুধবার সর্বোচ্চ তাপমাত্রা বেশ কিছুটা কমে ৩০ ডিগ্রিতে নেমে আসে, যা স্বাভাবিকের থেকে ৫.৬ ডিগ্রি কম। 
আলিপুর আবহাওয়া দপ্তর কাল, শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে। উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলতে পারে। দক্ষিণবঙ্গে শুক্রবারের পর ঝড়-বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। তবে হাল্কা বৃষ্টি হতে পারে। উত্তর বাংলাদেশের উপর ঘূর্ণাবর্তের অবস্থান ও রাজ্যের উপর নিম্নচাপ অক্ষরেখা থাকার জন্য বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকছে। এই কারণে রাজ্যজুড়ে বজ্র মেঘ তৈরি হয়ে ঝড়-বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস।