শুক্রবার, 18 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

আইএসএলে ভারতীয় একাদশ খেলানোর পরামর্শ বিমল ঘোষের, ফেডারেশনকে তোপ গোয়া ফুটবল সংস্থার

আগুন জ্বলছে ফেডারেশনে। জাতীয় দলের পারফরম্যান্স গ্রাফ তলানিতে। তার উপর অভ্যন্তরীণ রাজনীতিতে জেরবার সর্বভারতীয় ফুটবল সংস্থা। 

আইএসএলে ভারতীয় একাদশ খেলানোর পরামর্শ বিমল ঘোষের, ফেডারেশনকে তোপ গোয়া ফুটবল সংস্থার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগুন জ্বলছে ফেডারেশনে। জাতীয় দলের পারফরম্যান্স গ্রাফ তলানিতে। তার উপর অভ্যন্তরীণ রাজনীতিতে জেরবার সর্বভারতীয় ফুটবল সংস্থা। এর মধ্যেই ফেডারেশনের ডেপুটি জেনারেল সেক্রেটারি এম সত্যনারায়ণের বিরুদ্ধে তোপ দাগল গোয়া ফুটবল সংস্থা। ফেডারেশনকে চিঠি দিয়ে সত্যনারায়ণের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে তারা। উল্লেখ্য, ২০২৩ সালের আগস্টে চেয়ারে বসেন সত্য। ফেডারেশন রাজনীতিতে সভাপতি কল্যাণ চৌবের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত তিনি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে নানাভাবে ফুটবলের ক্ষতি করছেন সত্যনারায়ণ, এমন বিস্ফোরক অভিযোগও করেছে গোয়া ফুটবল সংস্থা। ফেডারেশনের পদাধিকারীর বিরুদ্ধে এমন চিঠি কার্যত অনাস্থা প্রকাশের শামিল। এমনিতেই আই লিগ সামলাতে ল্যাজেগোবরে ফেডারেশন। টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার প্রায় দু’মাস পরেও চ্যাম্পিয়নশিপ বিশ বাঁও জলে। পুরো বিষয়টাই ফিফার কোর্টে রয়েছে। তার উপর গোয়ার চিঠি নাড়িয়ে দিয়েছে এআইএফএফকে। সবমিলিয়ে প্রবল চাপে কল্যাণ চৌবে। 
আগামী ২৮ জুন ফেডারেশনের কার্যকরী সমিতির বৈঠক। সূত্রের খবর, ওই মিটিংয়ের আগেই মানোলো মার্কুয়েজের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক সেরে ফেলার জোর চেষ্টা চলছে। সেক্ষেত্রে কার্যকরী সমিতির বৈঠকে নতুন কোচের নাম ঘোষণা হতে পারে। খালিদ জামিল অনেকরই পছন্দ। আইএসএলে জামশেদপুরকে শেষ চারে পৌঁছে দিয়েছিলেন। সুপার কাপেও ফাইনালিস্ট খালিদ ব্রিগেড। সীমিত রসদ নিয়েও লড়াই করার সুনাম রয়েছে খালিদের। কিন্তু তাঁর নাম ভাসলেও  ছাড়তে চায় না জামশেদপুর এফসি। বরং আগামী মরশুমেও খালিদকে সামনে রেখেই দল গড়ার কাজ চলছে। আপাতত জল মাপছেন তাঁরা। পাশাপাশি বিদেশি কোচেদের মধ্যে আন্তোনিও লোপেজ হাবাসকে বাজানোর কাজ চলছে। স্প্যানিশ কোচ ভারতীয় ফুটবল হাতের তালুর মতো চেনেন। মোহন বাগানের সাফল্যের নেপথ্যে হাবাসের কৃতিত্ব অনস্বীকার্য। শৃঙ্খলাপরায়ণ কোচ হিসাবে সমীহ করা হয় হাবাসকে। পাশাপাশি আই লিগে ইন্টার কাশীর দায়িত্ব নিয়েও বেশ সফল তিনি। তবে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি থেকে প্রতি মাসে মোটা টাকা বেতন পান হাবাস। এমনকী, আইএসএলের কয়েকটি ফ্র্যাঞ্চাইজির থেকেও তাঁর প্যাকেজ বেশ চড়া। সেই তুলনায় ফেডারেশনের বাজেট অনেকটাই কম। 
এদিকে, কার্যকরী সমিতির বৈঠকের পর অ্যাডভাইসরি কমিটির সঙ্গে আলোচনায় বসবেন ফেডারেশন কর্তারা। বিমল ঘোষ ও আর্মান্দো কোলাসোর মতো বিদগ্ধ কোচকে কমিটিতে রাখা হয়েছে। অথচ তাঁদের কাজে লাগাতে না পারা ফেডারেশনের ব্যর্থতা। বিমল ফুটবলার গড়ার কারিগর। দীর্ঘদিন এয়ার ইন্ডিয়ার দায়িত্ব সামলেছেন। ফেডারেশন সদিচ্ছা দেখালে হাত বাড়াতে তৈরি তিনি। জাতীয় দলের মানোন্নয়ন কীভাবে সম্ভব? মুঠোফোনে অভিজ্ঞ কোচ জানালেন, ‘অবিলম্বে ভারতীয় একাদশ গড়ে আইএসএলে খেলানো উচিত। আলাদা করে ফুটবলার বাছাই করে স্কোয়াড বানানো হোক। তাদের সময় দিতে হবে। রাতারাতি সাফল্য আসবে না। কিন্তু এভাবেই ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়বে।’ কিন্তু তাঁর কথা শুনবে কেন? চেয়ার বাঁচাতেই ব্যস্ত সর্বভারতীয় ফুটবল সংস্থা। ১৩৩ র‌্যাঙ্কিংয়ের লজ্জা তাদের স্পর্শ করতে পারে না।

রাশিফল