সোমবার, 28 এপ্রিল 2025
Logo
  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

পরমাণু অস্ত্রের কথা ভুলে যাক ইরান, হুঁশিয়ারির সুরে বললেন ট্রাম্প

 আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি করবে ইরান? সেই বিষয়েই আলোচনা চলছে দুই দেশের আধিকারিকস্তরে। তার মাঝেই তেহরানকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পরমাণু অস্ত্রের কথা ভুলে যাক ইরান, হুঁশিয়ারির সুরে বললেন ট্রাম্প

ওয়াশিংটন, ১৫ এপ্রিল: আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি করবে ইরান? সেই বিষয়েই আলোচনা চলছে দুই দেশের আধিকারিকস্তরে। তার মাঝেই তেহরানকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরান যদি তাঁদের কথা না শুনে পরমাণু অস্ত্র বানাতে যায়, সেক্ষেত্রে মার্কিন সেনা হামলা চালাতে পারে তেহরানে। ওদের কাছে কোনও পরমাণু অস্ত্র থাকা চলবে না।’ গত শনিবারই পরমাণু চুক্তি নিয়ে ইরানের উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে ওমানে বৈঠক করেছিলেন ট্রাম্প ঘনিষ্ঠ স্টিভ উইটকফ।

সেদিনই আমেরিকা জানিয়েছিল, তেহরানের সঙ্গে পরমাণু চুক্তি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। যদিও ট্রাম্প বিষয়টি দ্রুত মেটাতে চাইছেন। কারণ তাঁর দাবি, ইরান পরমাণু অস্ত্র তৈরিতে প্রায় সফল হয়ে গিয়েছে। যা বিশ্বের পক্ষে ভয়ের কারণ হতে পারে। যদিও ট্রাম্পের দাবি, বারবার নস্যাৎ করে এসেছে তেহরান। ইরানকে পরমাণু চুক্তি করতেই হবে, এই কথা স্পষ্ট জানিয়েছেন ট্রাম্প। এই বিষয়ে কিছুদিন আগেই সাংবাদিক সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট জানিয়েছিলেন, ট্রাম্পের চূড়ান্ত লক্ষ্যই হল ইরান যাতে কখনই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে। আপাতত কূটনৈতিক পথেই সেই বিষয়ে আলোচনা চলছে। আর সেই পথ অবলম্বন করেই চুক্তিতে যেতে চান তিনি। কিন্তু আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে সব পথই খোলা রয়েছে।