সোমবার, 23 জুন 2025
Logo
  • সোমবার, ২৩ জুন ২০২৫

বিস্ফোরণে কেঁপে উঠল টিটাগড়ের বহুতল, দেওয়াল ভেঙে জখম কিশোর

সাতসকালে বিস্ফোরণের জেরে কেঁপে উঠল টিটাগড়ের বাঁশবাগান মোড়ের একটি বহুতল। একেবারে বিটি রোড থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকা একটি বহুতলে বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়ায় টিটাগড় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে।

বিস্ফোরণে কেঁপে উঠল টিটাগড়ের বহুতল, দেওয়াল ভেঙে জখম কিশোর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতসকালে বিস্ফোরণের জেরে কেঁপে উঠল টিটাগড়ের বাঁশবাগান মোড়ের একটি বহুতল। একেবারে বিটি রোড থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকা একটি বহুতলে বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়ায় টিটাগড় পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আবাসনটিকে ঘিরে ফেলে পুলিস।

স্থানীয় সূত্রে খবর, আজ সোমবার সকাল ৬টা ২০ নাগাদ প্রবল বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায় গোটা পাড়ার। এলাকার বাসিন্দারা আতঙ্কে বাইরে এসে দেখেন বহুতলটির ছাদে থাকা একটি ঘরে এই বিস্ফোরণ হয়েছে। ওই ঘরের দেওয়াল ভেঙে পড়ে আবাসন সংলগ্ন একটি টালির বাড়িতেও। যার জেরে এক কিশোর জখম হয়েছে বলে জানা গিয়েছে।

টিটাগড় পুরসভা সূত্রে খবর, ওই আবাসনে একাধিক জনপ্রতিনিধিও থাকতেন। ফলে সেখানেই এমন বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে, বিস্ফোরণের জেরে ফেটে গিয়েছে আবাসনের জলের পাইপ। ফলে ফ্ল্যাটে থাকা বহু বাসিন্দারা প্রচণ্ড গরমে জলকষ্টের মধ্যে পড়েছেন। প্রায় ৪৮টি পরিবার জল পাচ্ছেন না বলে অভিযোগ। বাসিন্দারা দ্রুত জলের ব্যবস্থা চেয়ে প্রশাসনেরও দ্বারস্থ হয়েছেন। বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।