শনিবার, 19 এপ্রিল 2025
Logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

বিশ্বকাপ বাছাই পর্বে সহজ জয় ইংল্যান্ড, পোল্যান্ডের

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৩৬ ধাপ পিছিয়ে প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল ইংল্যান্ড। ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে সোমবার ঘরের মাঠে লাটভিয়াকে ৩-০ গোলে হারাল টমাস টুচেলের ছেলেরা।

বিশ্বকাপ বাছাই পর্বে সহজ জয় ইংল্যান্ড, পোল্যান্ডের

ইংল্যান্ড- ৩                                      :                                      লাটভিয়া- ০
পোল্যান্ড- ২                                   :                                            মাল্টা- ০

লন্ডন: ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৩৬ ধাপ পিছিয়ে প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করল ইংল্যান্ড। ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে সোমবার ঘরের মাঠে লাটভিয়াকে ৩-০ গোলে হারাল টমাস টুচেলের ছেলেরা। স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে রেস জেমস, হ্যারি কেন ও এবেরেচি এজে। তবে প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারলে বিপক্ষকে গোলের মালা পরাতে পারতেন ফোডেনরা। প্রতিপক্ষ গোল লক্ষ্য করে ২৭টি শট নেন ইংল্যান্ড অ্যাটাকাররা। তার মধ্যে মাত্র তিনবারই লক্ষ্যভেদে সফল হ্যারি কেনরা। দু’ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আপাতত বিশ্বকাপ বাছাই পর্বে গ্রুপ কে’র শীর্ষস্থান ধরে রেখেছে ইংল্যান্ড। ৭ জুন অ্যান্ডোরার মুখোমুখি হবে তারা।
ধারেও ভারে কয়েক যোজন পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে একঝাঁক নতুন ফুটবলারকে সুযোগ দিয়েছিলেন ইংল্যান্ড কোচ। তাঁর লক্ষ্য, ২০২৬ বিশ্বকাপের আগে বেঞ্চ স্ট্রেন্থ বাড়িয়ে নেওয়া। সুযোগ পেয়ে রক্ষণে ভরসা জোগাচ্ছেন এজরি কোনসা, মাইলস লুইস স্কেলিরা। ফলে কাইল ওয়াকার, জর্ডন হেন্ডারসন, কার্টিস জোন্সদের পরিবর্ত হিসেবে ব্যবহার করছেন কোচ টুচেল। দিনের অপর ম্যাচে মাল্টাকে ২-০ গোলে হারাল পোল্যান্ড। জোড়া গোলে ম্যাচের নায়ক কারোল সুইডেস্কি। গত ম্যাচে লিথুয়ানিয়াকে হারানোর পর সোমবার দলে বেশ কয়েকটি পরিবর্তন এনেছিলেন পোলিশ কোচ মিশেল প্রবিয়ের্জ। তবে তাতে অবশ্য জয় পেতে খুব একটা সমস্যা হয়নি তাদের। দু’ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ জি’তে শীর্ষস্থান ধরে রেখেছে পোল্যান্ড।