শত্রুরা বিরাট ভুল করেছে, শাস্তি দেওয়ার কাজ চলবে, ইঙ্গিতপূর্ণ মন্তব্য খামেনেইয়ের
অত্যন্ত সুকৌশলে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। যাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে পশ্চিম এশিয়ায়। অশান্তি আরও বাড়ছে

বর্তমান ওয়েবডেস্ক
জুন ২৪, ২০২৫
তেহরান, ২৩ জুন: অত্যন্ত সুকৌশলে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকা। যাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে পশ্চিম এশিয়ায়। অশান্তি আরও বাড়ছে। ওয়াশিংটনের এই হামলার ভূয়সী প্রশংসা করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে আমেরিকার হামলার পর থেমে নেই ইজরায়েলও। তারা লাগাতার হামলা চালিয়েই যাচ্ছে তেহরানে। এইসবের মাঝেই উল্লেখযোগ্য মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। মার্কিনি সেনার হামলার পর প্রথমবার সোশ্যাল মিডিয়ায় খামেনেই লিখেছেন, ‘জিওনিস্ট(ইহুদি মনোভাবাপন্ন) শত্রুরা বিরাট বড় ভুল করেছে। শাস্তি দেওয়ার কাজ চলবে। তারা বড় ধরনের অপরাধ করেছে। শাস্তি পেতেই হবে তাদের। ইতিমধ্যেই শাস্তি দেওয়ার কাজ শুরু হয়েছে।’
ইরানের সর্বোচ্চ নেতার এই মন্তব্যের পর তটস্থ ইজরায়েলি সেনা ও আমেরিকা। শাস্তির কথা বলতে একাধিক অর্থ বোঝায়। বেশ কয়েকদিন ধরেই কানাঘুশো শোনা যাচ্ছে মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ার সমস্ত জঙ্গি সংগঠনকে অতি সক্রিয় হতে নির্দেশ দিচ্ছে তেহরান। হামাস, হিজবুল্লা ও হুথিদের মদত দিতে শুরু করেছে ইরান। বিশেষ করে মার্কিন দূতাবাস ও সেনা ঘাঁটতে আত্মঘাতী হামলার জন্য প্ররোচনা দিচ্ছে তেহরান। এমনটাই সূত্রের খবর। তার ভিত্তিতেই কী এহেন মন্তব্য খামেনেইয়ের? প্রশ্ন ওয়াকিবহল মহলের। অপরদিকে ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে হামলা চালানো নিয়ে ফের একবার নিজেদের পিঠ চাপড়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘উপগ্রহ চিত্রে দেখা গেছে, ইরানের সব পারমাণবিক কেন্দ্রে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। এ ক্ষেত্রে ‘পুরোপুরি ধ্বংস’ কথাটিই যথাযথ। মোক্ষম জবাব দিয়েছি। সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি হয়েছে ভূগর্ভের অনেক গভীরে। একেবারে লক্ষ্যভেদ।’
related_post
অমৃত কথা
-
অবিদ্যা
- post_by বর্তমান
- জুলাই 17, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 16, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 16, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 17, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 17, 2025