রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

আমেরিকাবাসীর ‘স্বাধীনতা ফিরিয়ে দিতে’ নতুন রাজনৈতিক দল ঘোষণা মাস্কের

আমেরিকার রাজনীতিতে নয়া মোড়। নতুন একটি রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করলেন ধনকুবের এলন মাস্ক। দলটির নাম দিয়েছেন ‘আমেরিকা পার্টি’। 

আমেরিকাবাসীর ‘স্বাধীনতা ফিরিয়ে দিতে’ নতুন রাজনৈতিক দল ঘোষণা মাস্কের

ওয়াশিংটন: আমেরিকার রাজনীতিতে নয়া মোড়। নতুন একটি রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করলেন ধনকুবের এলন মাস্ক। দলটির নাম দিয়েছেন ‘আমেরিকা পার্টি’। স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই ঘোষণা করেন। সেইসঙ্গে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন আমেরিকার বর্তমান রাজনৈতিক ব্যবস্থাকে। মাস্কের অভিযোগ, মার্কিনিদের স্বাধীনতা হরণ করা হয়েছে। ‘আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে আজ আমেরিকা পার্টির জন্ম হল’ লিখেছেন ডোনাল্ড ট্রাম্পের একদা ঘনিষ্ঠ এই সহযোগী। মাস্কের নিজস্ব রাজনৈতিক দল গঠনের ঘোষণাকে কীভাবে দেখছেন ট্রাম্প? তাঁর বা হোয়াইট হাউসের তরফে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে ট্রাম্পের সঙ্গে মাস্কের মতপার্থক্য একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। যার প্রেক্ষিতে এবার নিজের রাজনৈতিক দল গঠনের পথে পা বাড়ান টেসলা ও স্পেসএক্সের কর্ণধার। প্রস্তুতি হিসেবে একটি সমীক্ষা চালিয়েছিলেন তিনি। আমেরিকায় নতুন রাজনৈতিক দল দরকার কি না- এই প্রশ্ন করেছিলেন েদশবাসীকে। এক্স-এ চালানো ওই সমীক্ষায় প্রায় ১২ লক্ষ ভোট পড়ে। যার দুই-তৃতীয়াংশই নতুন দলের পক্ষে মত দিয়েছেন বলে মাস্ক জানান। 
ট্রাম্পের নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অর্থ ঢেলেছিলেন মাস্ক। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু কিছুদিন পর থেকে দু’জনের মধ্যে টানাপোড়েন শুরু হয়। সম্প্রতি ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলেও পরে পিছু হটেছিলেন টেসলা কর্তা। কিন্তু সম্পর্কের ফাটল মেরামতির আগেই ফের মার্কিন প্রেসিডেন্টের সমালোচনায় সরব হন মাস্ক। নেপথ্যে ‘বিগ বিউটিফুল বিল’।  মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের মধ্য দিয়ে এই বিরোধ আরও তীব্র হল। এদিন আরও একবার ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’-এর কড়া সমালোচনা করেছেন মাস্ক। তিনি বলেছেন, ‘বিলটি যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে।’

রাশিফল