তিন বিদেশিকে ছাড়ল ইস্ট বেঙ্গল
আসন্ন মরশুমের জন্য ইতিমধ্যেই দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে কলকাতার দুই প্রধান। নতুন মরশুমে দলে একাধিক পরিবর্তনের পথে ইস্ট বেঙ্গল।

বর্তমান ওয়েবডেস্ক
জুন ১৩, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আসন্ন মরশুমের জন্য ইতিমধ্যেই দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে কলকাতার দুই প্রধান। নতুন মরশুমে দলে একাধিক পরিবর্তনের পথে ইস্ট বেঙ্গল। ইতিমধ্যেই বেশ কয়েকজন ফুটবলারদের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও চূড়ান্ত লাল-হলুদ ব্রিগেডের। অপেক্ষা শুরু আনুষ্ঠানিক ঘোষণার। তার আগে গত মরশুমের তিন বিদেশিকে ছেড়ে দিল তারা। এদিন ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানানো হয় হেক্টর ইউস্তে, রিচার্ড সেলিস ও মেসি বাউলির সঙ্গে আর চুক্তি নবীকরণের পথে হাঁটছে না দল।
গত মরশুমে চিরপ্রতিদ্বন্দ্বী মোহন বাগান সুপার জায়ান্ট ছেড়ে এক বছরের চুক্তিতে লাল-হলুদ জার্সি গায়ে চাপিয়েছিলেন হেক্টর। তবে আইএসএলে অতীতের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ এই স্প্যানিশ ডিফেন্ডার। মরশুমের মাঝপথে পরিবর্ত হিসেবে দলে যোগ দেন বাকি দু’জন। অল্প সময়ে মেসি বাউলি ভরসা জোগালেও, চূড়ান্ত ব্যর্থ সেলিস। তাই কোচ অস্কার ব্রুঁজোর পরামর্শেই এই তিন বিদেশিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের পরিবর্তে নতুন বিদেশির নাম দ্রুত ঘোষণা করতে পারে ক্লাব। সূত্রের খবর, ইতিমধ্যেই কোচ অস্কার ব্রুজোঁর পরামর্শে ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েলকে চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশের বসুন্ধরা কিংসে অস্কারের কোচিংয়ে দীর্গদিন খেলেছেন তিনি। প্যালস্তাইনের ফুটবলার রশিদের লাল-হলুদ জার্সি গায়ে চাপানো সময়ের অপেক্ষা। যে কোনও মূল্যে ভারতীয় উইং ব্যাক নিতে চাইছে থিঙ্কট্যাঙ্ক। গত মরশুমে রক্ষণের দুর্বলতায় বারবার ভুগতে হয়েছে লাল-হলুদ ব্রিগেডকে।
এদিকে, হাওড়া ময়দানে ঘরোয়া লিগের প্রস্তুতিতে মগ্ন লাল-হলুদ রিজার্ভ দল। তিন প্রধানের মধ্যে সবার আগে অনুশীলনে নামে ইস্ট বেঙ্গল। গতবারের দলের একাধিক ফুটবলারকে ধরে রেখেছে তারা। পাশাপাশি যোগ দিয়েছেন বেশ কিছু নতুন ফুটবলার। আগামী সপ্তাহে দলে যোগ দেওয়ার কথা রিজার্ভ দলের হেড কোচ বিনো জর্জের।
related_post
অমৃত কথা
-
দৃষ্টি
- post_by বর্তমান
- জুলাই 18, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুলাই 17, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুলাই 17, 2025
-
ডলার
- post_by Admin
- জুলাই 17, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুলাই 18, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুলাই 18, 2025