সোমবার, 23 জুন 2025
Logo
  • সোমবার, ২৩ জুন ২০২৫

সাফল্যের রহস্য ফাঁস দ্রাবিড়ের

ভারতীয় ক্রিকেটে অন্যতম সফল অধিনায়ক ও কোচ। টেস্ট ক্রিকেটে দেশের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী। বিশ্ব দরবারে তিনি পরিচিত ‘দ্য ওয়াল’ নামে। 

সাফল্যের রহস্য ফাঁস দ্রাবিড়ের

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটে অন্যতম সফল অধিনায়ক ও কোচ। টেস্ট ক্রিকেটে দেশের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী। বিশ্ব দরবারে তিনি পরিচিত ‘দ্য ওয়াল’ নামে। সেই রাহুল দ্রাবিড় এবার সাফল্যের রহস্য ফাঁস করলেন। তিনি বলেন, ‘নিজের প্রতিভার উপর আস্থা রাখতে হবে। তাহলে শুধু খেলাধুলা নয়, সব কিছুতেই সাফল্য পাওয়া যাবে। আর এর ফলে সমাজের সামনে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠার দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হবে।’
টি-২০ বিশ্বকাপ জয়ের পর জাতীয় দলের দায়িত্ব ছেড়েছেন দ্রাবিড়। এই মুহূর্তে আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রধান কোচ তিনি। ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে দ্রাবিড় ব্রিগেড। তবে তাঁর তত্ত্বাবধানে বৈভব সূর্যবংশীর তেজ আরও জোরালো হয়েছে। ছন্দে দেখা গিয়েছে যশস্বী জয়সওয়ালকে। তাই হতাশ নন তিনি। দলের ক্রিকেটারদের পাশেই দাঁড়াচ্ছেন অভিজ্ঞ হেডস্যার। তাঁর মতে, ‘কেবল অনুশীলন করলেই হবে না। আত্মবিশ্বাস সব চেয়ে বড় জিনিস। কোন খেলোয়াড় কী করছে তা না দেখে, নিজে কী করতে পারি তা নিয়ে ভাবতে হবে। আস্থা রাখতে হবে নিজের প্রতিভার উপর। তবেই আসবে সাফল্য।’