শনিবার, 14 জুন 2025
Logo
  • শনিবার, ১৪ জুন ২০২৫

আড়াই ঘণ্টা দেরিতে দীঘাগামী ট্রেন, তমলুকে যাত্রী বিক্ষোভ, এক্সপ্রেসও ৬ ঘণ্টা দেরিতে  গফিলতির অভিযোগ

সোমবার সকালে দীঘাগামী লোকাল ট্রেন আড়াই ঘণ্টা দেরিতে চলায় ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা। তমলুক স্টেশনে সময়মতো ট্রেন না পেয়ে কয়েকশো যাত্রী টিকিট ফেরত দিয়ে টাকা রিটার্নের জন্য কাউন্টারের সামনে দাঁড়ান

আড়াই ঘণ্টা দেরিতে দীঘাগামী ট্রেন, তমলুকে যাত্রী বিক্ষোভ, এক্সপ্রেসও ৬ ঘণ্টা দেরিতে  গফিলতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, তমলুক: সোমবার সকালে দীঘাগামী লোকাল ট্রেন আড়াই ঘণ্টা দেরিতে চলায় ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা। তমলুক স্টেশনে সময়মতো ট্রেন না পেয়ে কয়েকশো যাত্রী টিকিট ফেরত দিয়ে টাকা রিটার্নের জন্য কাউন্টারের সামনে দাঁড়ান। সেইসময় টিকিট বুকিং এজেন্ট নিযুক্ত কর্মী অশালীন ভাষা প্রয়োগ করে বলে অভিযোগ। এনিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বুকিং কাউন্টার। যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে রেহাই পান ওই কর্মী। রেল পুলিস কোনওরকমে পরস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যেক সোমবার দীঘার পাশাপাশি ওড়িশার চন্দনেশ্বর শিব মন্দিরে যাওয়ার জন্য প্রচুর ভক্ত পাঁশকুড়া-দীঘা লাইনের ট্রেনে চড়েন। সোমবার সকাল থেকেই তমলুক, নন্দকুমার, লবণ সত্যাগ্রহ স্মারক, দেশপ্রাণ, হেঁড়িয়া সহ বিভিন্ন স্টেশনে বহু যাত্রী টিকিট কেটে ট্রেনের অপেক্ষায় ছিলেন। তাঁরা সকাল ৮টায় মেচেদা-দীঘা লোকালে চড়ে দীঘা যাওয়ার পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু, সকাল ৮টার পরিবর্তে ওই লোকাল মেচেদায় সকাল ১০টা ৩৫মিনিটে ছাড়ে। অর্থাৎ, আড়াই ঘণ্টা লেট। সকাল ৯টা ৫মিনিটে ওই ট্রেন তমলুক স্টেশনে ঢোকার কথা। অথচ, সেটি আসে ১১টা ৫৫মিনিটে। আড়াই ঘণ্টার বেশি সময় ট্রেন লেটে চলায় যাত্রীরা বিরক্ত হন। তাঁরা স্টেশনে বুকিং অফিসে জড়ো হয়ে বিক্রিত টিকিটের টাকা ফেরত দাবি করেন। সেই সময় বুকিং এজেন্ট নিযুক্ত কর্মীর সঙ্গে প্রচণ্ড ঝামেলায় উত্তেজনা তৈরি হয়।
সোমবার দীঘাগামী সব ট্রেন অনেক দেরিতে চলেছে। সকাল ৬টা ৪৫মিনিটে তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া স্টেশন ছেড়ে দীঘার উদ্দেশে রওনা দেওয়ার কথা। সোমবার সেই ট্রেনের সময়সূচি বদল ঘটানো হয়। সকাল পৌনে ৭টার পরিবর্তে রাত সাড়ে ১০টায় ওই ট্রেন হাওড়া থেকে ছাড়ে। সাড়ে ১৫ঘণ্টা লেটে থাকায় যাত্রীরা বিরক্ত ও হতাশ হন। শুরু তাই নয়, সকাল ১১টায় পাঁশকুড়া-দীঘা স্পেশালও ৪০মিনিট লেটে ছাড়ে। দুপুর ২টা ৫মিনিটের পাঁশকুড়া-দীঘা লোকাল সাড়ে ৩টায় দীঘার উদ্দেশে ছাড়ে। ওই ট্রেন দেড় ঘণ্টা লেট ছিল। সোমবার রেলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২০ ও ২১মে ডাউন তাম্রলিপ্ত এক্সপ্রেস এবং ওই দু’দিন আপ কাণ্ডারী বাতিল করা হয়েছে। এর ফলে ওই দু’দিন লোকাল ট্রেনের উপর ব্যাপক যাত্রী চাপ হবে। 
এদিন লবণ সত্যাগ্রহ স্মারক স্টেশনে প্রায় ৫০০জন টিকিট কেটেছিলেন। কিন্তু, সময়মতো ট্রেন না থাকায় টিকিট কেটেও অন্তত ২০০ যাত্রী ১১৬বি জাতীয় সড়কে গিয়ে বাসে চড়ে দীঘা রওনা দেন। ওই স্টেশনের টিকিট বুকিং এজেন্ট ভরতচন্দ্র দাস বলেন, প্রায় পাঁচশো টিকিট বিক্রি হয়। কিন্তু, ২০০জন বাসে চড়ে দীঘা গিয়েছেন।
তমলুকের স্টেশন ম্যানেজার সন্তোষকুমার বর্ণওয়াল বলেন, সোমবার দীঘাগামী সব ট্রেন বেশ দেরিতে চলেছে। এদিন সময়মতো ট্রেন না পেয়ে যাত্রীরা একটু উত্তেজিত হয়েছিলেন। তারপর ট্রেন চলে আসায় তাঁরা শান্ত হন।