সোমবার, 23 জুন 2025
Logo
  • সোমবার, ২৩ জুন ২০২৫

জাতীয় যুব দলে দীপ্যেন্দু ও সুমন

জাতীয় যুব দলে দীপ্যেন্দু ও সুমন

নয়াদিল্লি: সিনিয়র জাতীয় দলে বঙ্গসন্তানের সংখ্যা ক্রমশই কমছে। টিমটিম করে জ্বলছেন শুভাশিস বসু। ফুটবলের মক্কার জন্য যা অশনি সঙ্কেত। এরই মধ্যে অনূর্ধ্ব-২৩ জাতীয় দলে সুযোগ পেলেন দুই প্রধানে খেলা দুই বঙ্গসন্তান। মোহন বাগানের দীপ্যেন্দু বিশ্বাস ছাড়াও ডাক পেয়েছেন ইস্ট বেঙ্গলের সুমন দে। মোহন বাগান যুব দল থেকেই দীপ্যেন্দুর উত্থান। আইএসএলেও অল্প সুযোগে নিজেকে প্রমাণ করেছেন তিনি। স্টপার ও উইং ব্যাক দুটো পজিশনেই খেলতে দক্ষ। পাশাপাশি ইস্ট বেঙ্গল রিজার্ভের সুমনের কাছেও নিজেকে প্রমাণের বড় চ্যালেঞ্জ। এছাড়া ওড়িশায় খেলা শুভ ভট্টাচার্যও দলে রয়েছেন। অনূর্ধ্ব-২৩ দলের কোচ প্রাক্তন ফুটবলার নৌশাদ মুসা। আগামী ১ জুন কলকাতায় শুরু হবে শিবির। তাজাকিস্তান ও কিরঘিজস্থানের বিরুদ্ধে ১৮ ও ২১ জুন প্রস্তুতি ম্যাচও খেলবে দল।