শুক্রবার, 11 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১১ জুলাই ২০২৫

নিরাপত্তা নিয়ে এয়ার ইন্ডিয়াকে আগেই সতর্ক করেছিল ডিজিসিএ

বিমান নিরাপত্তা নিয়ে এয়ার ইন্ডিয়াকে আগেই সতর্ক করেছিল ডিজিসিএ। অভিযোগ, নিরাপত্তা বিধি না মেনেই তিনিটি এয়ারবাসের উড়ান সচল রেখেছিল এয়ার ইন্ডিয়া। 

নিরাপত্তা নিয়ে এয়ার ইন্ডিয়াকে আগেই সতর্ক করেছিল ডিজিসিএ

নয়াদিল্লি: বিমান নিরাপত্তা নিয়ে এয়ার ইন্ডিয়াকে আগেই সতর্ক করেছিল ডিজিসিএ। অভিযোগ, নিরাপত্তা বিধি না মেনেই তিনিটি এয়ারবাসের উড়ান সচল রেখেছিল এয়ার ইন্ডিয়া। সংবাদ সংস্থা সূত্রে সামনে আসা এই তথ্য ঘিরে রীতিমতো শোরগোল পড়েছে। 
জানা যাচ্ছে, গত মাসে অর্থাৎ আমেদাবাদ বিমান দুর্ঘটনার বেশ কিছুদিন আগেই এয়ার ইন্ডিয়াকে সতর্ক করেছিল ডিরেক্টর জেনারল অফ সিভিল এভিয়েশন(ডিজিসিএ)। বলা হয়েছিল, সংস্থার তিনটি এয়ারবাসে প্রয়োজনীয় কিছু পরীক্ষা বাকি। মেয়াদ পেরিয়ে গেলেও যা করানো হয়নি। স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল, ওই তিনটি বিমানের ইমারজেন্সি সংস্ক্রান্ত কিছু বিষয় অবশ্যই পরীক্ষা করে দেখা প্রয়োজন। কিন্তু সেসব না করেই আন্তর্জাতিক ক্ষেত্রে উড়ান বজায় রেখেছিল বিমানগুলি। আমেদাবাদ বিমান দুর্ঘটনার পর ডিজিসিএ-র বিশেষ নজরে এয়ার ইন্ডিয়া। আর সেই আবহে সামনে এসেছে সংস্থার প্রতি আগাম সতর্কতার বিষয়টা। যদিও এয়ার ইন্ডিয়ার তরফে দাবি করা হয়েছে, সংস্থার কোনও বিমান পরীক্ষা ছাড়া ওড়ানো হয় না। এমনকি অভিশপ্ত ড্রিমলাইনার বিমানটিকেও ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছিল বলেই দাবি করেন এয়ার ইন্ডিয়ার সিইও। সম্প্রতি বেশ কিছু বিমানের উড়ান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। সংস্থার দাবি, বিমানগুলির বিশেষ পরিচর্যা ও সুরক্ষা সংক্রান্ত পরীক্ষা চালানো হবে। মনে করা হচ্ছে, নিরাপত্তাজনিত কারণেই এমন পদক্ষেপ।

রাশিফল