বৃহস্পতিবার, 19 জুন 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

মুম্বইয়ের বিরুদ্ধে টিকে থাকার লড়াই দিল্লির, আজ জিতলেই প্লে-অফে হার্দিকরা

আইপিএলের প্লে-অফে ইতিমধ্যেই উঠে গিয়েছে গুজরাত টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। বাকি আর একটাই জায়গা। তার জন্য লড়াইয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। 

মুম্বইয়ের বিরুদ্ধে টিকে থাকার লড়াই দিল্লির, আজ জিতলেই প্লে-অফে হার্দিকরা

মুম্বই: আইপিএলের প্লে-অফে ইতিমধ্যেই উঠে গিয়েছে গুজরাত টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। বাকি আর একটাই জায়গা। তার জন্য লড়াইয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। বুধবার আরব সাগরের পাড়ে মুখোমুখি এই দুই দল। সেজন্যই এই মোকাবিলা চিহ্নিত হচ্ছে ‘নক-আউট’ হিসেবে। মুম্বই জিতলে হার্দিক পান্ডিয়ারা টিকিট পাচ্ছেন প্লে-অফের। কারণ, তখন পাঁচবারের চ্যাম্পিয়নদের পয়েন্ট দাঁড়াবে ১৩ ম্যাচে ১৬। দিল্লির পক্ষে সেক্ষেত্রে মুম্বইকে টপকানো সম্ভব নয়। তবে জিতলে আশা টিকে থাকবে দিল্লির। অক্ষর প্যাটেলরা তখন ১৩ ম্যাচে ১৫ পয়েন্টে পৌঁছবেন। শেষ ম্যাচে তাঁদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। তাতে হারলে অক্ষররা থেমে যাবেন ১৫ পয়েন্টেই। অর্থাৎ, অঙ্কটা পরিষ্কার। বুধবার জিতলেই মুম্বই উঠছে প্লে-অফে, হারলেও সুযোগ থাকবে। অন্যদিকে, পাঞ্জাবকে জিততেই হবে। পরাজয় মানেই তাদের বিদায়ঘণ্টা বেজে যাওয়া।
এই দ্বৈরথে ফেভারিট মুম্বই। জমাট দেখাচ্ছে তাদের। ব্যাটিং গভীরতা যথেষ্ট। বোলিংও রীতিমতো তীক্ষ্ণ। এই ম্যাচে ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে রোহিত শর্মার উপর। টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পর বুধবারই প্রথম ক্রিজে যাবেন হিটম্যান। ঘরের মাঠে তাঁর ব্যাটে বড় রানের আশায় সমর্থকরা। ‘৪৫’ লেখা সাদা জার্সিতে ওয়াংখেড়ে ভরতেই পারে বুধবার। ঠিক যেভাবে চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলির জন্য গ্যালারি ভরেছিল সাদা জার্সিতে।
রোহিতের সঙ্গী ওপেনার রায়ান রিকেলটনও ঝোড়ো ইনিংস খেলার ক্ষমতা ধরেন। সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা হলেন মুম্বইয়ের মিডল অর্ডারের দুই স্তম্ভ। ১২ ইনিংসে ৫১০ রান করেছেন সূর্য। এই ফর্মেই তাঁকে দেখতে চাইছে মুম্বই শিবির। তিলক অবশ্য চেনা ছন্দে নেই। হার্দিকও ধারাবাহিক নন। তবে নজর কেড়েছেন প্রোটিয়া অলরাউন্ডার করবিন বস্ক। বোলিংয়ে মুম্বইয়ের প্রধান ভরসা যশপ্রীত বুমরাহ। আট ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন তিনি। হার্দিকেরও রয়েছে ১৩ উইকেট। দলের সফলতম বোলার অবশ্য ট্রেন্ট বোল্ট। তাঁর শিকারসংখ্যা ১৮। 
দিল্লি অবশ্য তারকা বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ককে পাচ্ছে না। এই শূন্যতা ভরাট করা মুশকিল। ১৪টা উইকেট রয়েছে স্টার্কের পকেটে। কিন্তু বিরতির পর তিনি আর দলে যোগ দেননি। স্টার্কের বিকল্প হিসেবে দিল্লি সই করিয়েছে বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। তিনি রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে তিন ওভারে দেন ২৪ রান। তবে উইকেট পাননি। সাই সুদর্শন ও শুভমান গিলের দাপটে সেই ম্যাচে বিনা উইকেটে ২০৫ তুলে দশ উইকেটে জিতে যায় গুজরাত। দিল্লি বোলিংয়ের অসহায়তা প্রতিফলিত তাতে। নটরাজন, দুষ্মন্ত চামিরার মতো পেসাররা ব্যর্থ। স্পিন বোলিংয়ে কুলদীপ যাদবকেও (১২ উইকেট) ক্রমশ নিষ্প্রভ দেখাচ্ছে। 
দিল্লির ব্যাটিংয়ের প্রধান ভরসা লোকেশ রাহুল। সদ্য গুজরাতের বিরুদ্ধে অপরাজিত ১১২ করেছেন তিনি। রাহুল ছন্দে থাকলে পরের দিকের ব্যাটসম্যানরা খোলা মনে খেলতে পারবেন। কিন্তু ফাফ ডু’প্লেসি, অভিষেক পোড়েল, অক্ষরকেও ব্যাটে দায়িত্ব নিতে হবে। স্লগে ঝড় তোলার জন্য আছেন ট্রিস্টান স্টাবস। মরশুমের প্রথম ছয় ম্যচের পাঁচটিতেই জিতেছিল দিল্লি। কিন্তু তারপর ছন্দ হারায় তারা। প্লে-অফে উঠতে গেলে গা-ঝাড়া দিতেই হবে অক্ষরদের। তবে বুধবার মুম্বইয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেটাই উদ্বেগে রাখছে ক্রিকেটপ্রেমীদের।
 ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সম্প্রচার স্টার স্পোর্টস ও জিওহটস্টারে।

ipl