শনিবার, 19 জুলাই 2025
Logo
  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

‘মেডিক্যাল টেকনোলজি’র ১০ শাখার পাঠ্যক্রম চূড়ান্ত

চিকিৎসাক্ষেত্র যতই যন্ত্রনির্ভর হচ্ছে, মেডিক্যাল টেকনোলজি বা বৃহত্তর অর্থে অ্যলায়েড অ্যান্ড হেলথকেয়ার প্রফেশনালদের গুরুত্ব ততই বাড়ছে। এবার এই পেশার ১০টি শাখার অভিন্ন পাঠ্যক্রম তৈরি হল দেশজুড়ে। ডিপ্লোমা, ব্যাচেলর, পোস্ট গ্র্যাজুয়েশন এবং ডক্টরেট—সবক’টি ক্ষেত্রেই তৈরি হল অভিন্ন পাঠ্যক্রম।

‘মেডিক্যাল টেকনোলজি’র ১০ শাখার পাঠ্যক্রম চূড়ান্ত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিকিৎসাক্ষেত্র যতই যন্ত্রনির্ভর হচ্ছে, মেডিক্যাল টেকনোলজি বা বৃহত্তর অর্থে অ্যলায়েড অ্যান্ড হেলথকেয়ার প্রফেশনালদের গুরুত্ব ততই বাড়ছে। এবার এই পেশার ১০টি শাখার অভিন্ন পাঠ্যক্রম তৈরি হল দেশজুড়ে। ডিপ্লোমা, ব্যাচেলর, পোস্ট গ্র্যাজুয়েশন এবং ডক্টরেট—সবক’টি ক্ষেত্রেই তৈরি হল অভিন্ন পাঠ্যক্রম। এসব পেশার নিয়ামক সংস্থা ‘ন্যাশনাল কমিশন ফর অ্যালায়েড অ্যান্ড হেলথকেয়ার প্রফেশনাল’  এই খবর জানিয়েছে। তারা জানিয়েছে, চলতি শিক্ষাবর্ষেই দেশের যে কোনও কলেজ নয়া পাঠ্যক্রমগুলি পড়ানো শুরু করতে পারে। তবে আগামী শিক্ষাবর্ষ (২০২৬-২৭) থেকে এই পাঠ্যক্রম মেনেই দেশের সমস্ত কলেজে এসব পেশার কোর্সগুলি পড়াতে হবে। 
যেসব বিষয়ে পাঠ্যক্রমগুলি চূড়ান্ত হয়েছে, সেগুলি হল অ্যানাসথেসিয়া অ্যান্ড অপারেশন থিয়েটার টেকনোলজি, অ্যাপ্লায়েড সাইকোলজি অ্যান্ড বিহেভিয়ারাল হেলথ, ডায়ালিসিস থেরাপি টেকনোলজি অ্যান্ড ডায়ালিসিস থেরাপি, হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট, মেডিক্যাল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স, অপটোমেট্রি, ফিজিশিয়ান অ্যাসোসিয়েটস, ফিজিওথিরাপি এবং রেডিওথেরাপি টেকনোলজি। 

রাশিফল