আইএসআইয়ের আমন্ত্রণে পাকিস্তানে গিয়েছিলেন কংগ্রেস এমপি গৌরব গগৈ
কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের ‘পাকিস্তানি যোগ’ নিয়ে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

বর্তমান ওয়েবডেস্ক
মে ১৯, ২০২৫
গুয়াহাটি: কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের ‘পাকিস্তানি যোগ’ নিয়ে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এর আগে হিমন্ত দাবি করেছিলেন, গৌরবের ব্রিটিশ স্ত্রী এলিজাবেথ কোলবার্নের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের যোগ রয়েছে। এলিজাবেথের সঙ্গে পাকিস্তানি সেনারও ভালো যোগাযোগ রয়েছে বলে অভিযোগ করেছিলেন হিমন্ত। একধাপ এগিয়ে রবিবার তিনি অভিযোগ করেন, গৌরবকে আমন্ত্রণ জানিয়েছিল আইএসআই। সেই আবেদনে সাড়া দিয়ে পাকিস্তানে গিয়ে ‘প্রশিক্ষণ’ নেন কংগ্রেস নেতা। বিষয়টি অত্যন্ত গুরুতর বলেও দাবি হিমন্তের। শনিবারই অসমের মুখ্যমন্ত্রী রাহুলের কাছে আবেদন করেছিলেন, অপারেশন সিন্দুর নিয়ে বিভিন্ন দেশে ভারত যে প্রতিনিধিদল পাঠাচ্ছে, তাতে যেন গৌরব না থাকেন।
রবিবার হিমন্ত বলেন, ‘গৌরব গগৈ আইএসআইয়ের আবেদনে সাড়া দিয়ে পাকিস্তানে যান। আমিই প্রথম এই কথা বলেছি। আমাদের কাছে এর নথি রয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্র দপ্তরের চিঠি পাওয়ার পরেই গৌরব সেদেশে যান। সেখানে প্রশিক্ষণও নিয়েছেন।’ হিমন্ত আরও বলেন, ‘ভারতের কাউকে কিছু না জানিয়ে গৌরব ১৫ দিন পাকিস্তানে ছিলেন। গৌরবের স্ত্রী ভারতে কাজ করার সময় পাকিস্তানের একটি এনজিও থেকে বেতনও নিয়েছেন।’ তাঁর দাবি, গৌরবের সঙ্গে পাকিস্তানি যোগের বিষয়ে ১০ সেপ্টেম্বরের মধ্যে আরও তথ্য সামনে আনা হবে। যদিও অসমের মুখ্যমন্ত্রীর তোলা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন গৌরব। এখনই সব প্রমাণ পেশ করার জন্য হিমন্তকে চ্যালেঞ্জ করেছেন কংগ্রেস সাংসদ। তিনি বলেন, ‘সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা কেন? উনি নিশ্চয় কোনও প্রমাণের ভিত্তিতে এসব কথা বলছেন। সেগুলি এখনই পেশ করুন।’ গৌরবের প্রশ্ন, ‘আমরা যদি পাকিস্তানে গিয়ে থাকি, কবে গিয়েছিলাম। অন্তত সেটা উনি বলুক। বিজেপির কেউ পাকিস্তানে গিয়েছিলেন কি না, সেটাও উনি জানান।’ বিজেপির কোনও নেতা-মন্ত্রীর পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক যোগ নেই বা তাঁরা কেউ পাকিস্তানি নাগরিককে বিয়ে করেননি, এমন প্রমাণও হিমন্তকে দেওয়ার জন্য দাবি জানান গৌরব। তিনি যদি জাতীয় সুরক্ষার কাছে বিপদ হন, তাহলে কেন্দ্র কেন চুপ করে রয়েছে, সেই প্রশ্নও তুলেছেন কংগ্রেস সাংসদ।
গৌরব গগৈ। ফাইল চিত্র
related_post
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 24, 2025
অমৃত কথা
-
আদর্শ
- post_by বর্তমান
- জুন 24, 2025
আজকের দিনে
-
ইতিহাসে আজকের দিন
- post_by Admin
- জুন 24, 2025
এখনকার দর
-
ইউরো
- post_by Admin
- জুন 24, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 24, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 24, 2025
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 24, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 24, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 24, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 24, 2025