বৃহস্পতিবার, 17 জুলাই 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

আবাসন, বস্তি এলাকায় নতুন বুথ করবে কমিশন

এবার আবাসন এবং বস্তি এলাকাতে নতুন করে বুথ করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। সেইমতো জেলাগুলিকে পদক্ষেপ করার বার্তা দেওয়া হয়েছে। 

আবাসন, বস্তি এলাকায় নতুন বুথ করবে কমিশন

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এবার আবাসন এবং বস্তি এলাকাতে নতুন করে বুথ করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। সেইমতো জেলাগুলিকে পদক্ষেপ করার বার্তা দেওয়া হয়েছে। মূলত শহুরে বিধানসভা এলাকায় আবাসনের আবাসিকদের ভোট দিতে যাওয়ার প্রতি একটা অনীহা থাকেই। যার ফলে সার্বিকভাবে গ্রামীণ এলাকার তুলনায় ভোটদানের হার অনেক কম হয় শহরের বিধানসভা কেন্দ্রগুলিতে। তাই ভোটের হার বাড়াতেই এমন ভাবনা বলেই মনে করা হচ্ছে।
এখনও লিখিত কোনও অর্ডার না দিলেও জেলাগুলিকে এক মেসেজ বার্তায় কমিশন জানিয়ে দিয়েছে যে, এই ব্যাপারে এখন থেকেই পরিকল্পনা শুরু করার পাশাপাশি বিষয়টিকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখতে হবে। জানা গিয়েছে, যেসব জায়গায় এক কমপ্লেক্সের মধ্যে একাধিক আবাসন বা টাওয়ার রয়েছে সেরকম আবাসন চিহ্নিত করতে হবে। এমনটা  না থাকলে, তাহলে এক এলাকায় একাধিক আবাসনের আবাসিকদের নিয়ে নতুন বুথ করা যায় কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। যদিও এই ব্যাপারে এখনও নির্দিষ্ট করে নিয়ম বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর দেওয়া হয়নি বলে জানা গিয়েছে।  জেলা আধিকারিকদের মতে, বিভিন্ন শহুরে বিধানসভা কেন্দ্রে ভোটের হার মেরেকেটে ৫০ থেকে ৬০ শতাংশ হয়। কমিশন এটাই বাড়াতে চাইছে। কিছুদিন আগে কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠক করেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। কীভাবে ভোটের হার বাড়ানো যায়, সেই ব্যাপারেও বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর। তবে বস্তি এলাকায় পৃথক বুথ করার ব্যাপারে আলাদা করে কোনও ব্যাখ্যা এখনও মেলেনি। সব শ্রেণির মানুষকে ভোটকেন্দ্র পর্যন্ত টেনে নিয়ে যেতে উদ্যোগী কমিশন। এমনটাই ধারণা নির্বাচনী আধিকারিকদের।

রাশিফল