রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

পাকিস্তানে উন্নত প্রযুক্তির স্টিলথ যুদ্ধবিমান পাঠাচ্ছে ‘বন্ধু’ দেশ চীন

সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরনো! স্টিলথ যুদ্ধবিমান সম্পর্কে একথা অনায়াসেই বলা যায়। বিশেষ প্রযুক্তি ও আকারের কারণে শত্রুর রেডারে ধরা না দিয়েই কাজ হাসিল করতে পারে এই বিশেষ ধরনের যুদ্ধবিমান। 

পাকিস্তানে উন্নত প্রযুক্তির স্টিলথ যুদ্ধবিমান পাঠাচ্ছে ‘বন্ধু’ দেশ চীন

নয়াদিল্লি: সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরনো! স্টিলথ যুদ্ধবিমান সম্পর্কে একথা অনায়াসেই বলা যায়। বিশেষ প্রযুক্তি ও আকারের কারণে শত্রুর রেডারে ধরা না দিয়েই কাজ হাসিল করতে পারে এই বিশেষ ধরনের যুদ্ধবিমান। বিশ্বের হাতেগোনা কিছু দেশের কাছেই এই উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান রয়েছে। এবার সেই তালিকায় জুড়ছে পাকিস্তানের নামও। সৌজন্যে—তাদের ‘বন্ধু’ রাষ্ট্র চীন।
জানা গিয়েছে, পাকিস্তানকে উন্নত প্রযুক্তির স্টিলথ যুদ্ধবিমান দিচ্ছে চীন। আগামী দু’মাসের মধ্যেই চীন থেকে ৪০টি স্যেনইয়াং জে-৩৫ স্টিলথ যুদ্ধবিমান পাকিস্তানে পৌঁছবে। ভারতের অস্ত্রভাণ্ডারে এই মুহূর্তে কোনও স্টিলথ যুদ্ধবিমান নেই। ভারতের এএমসিএ এই নিয়ে গবেষণা চালাচ্ছে। কিন্তু তাতে অন্তত এক দশক সময় লাগবে। অর্থাৎ ভারতের নিজস্ব প্রযুক্তিতে স্টিলথ জাতীয় যুদ্ধবিমান তৈরি করতে ২০৩৫ অবধি সময় লাগতে পারে। এদিকে, পাকিস্তানের অস্ত্রভাণ্ডারে চলতি বছরেই জুড়বে স্টিলথ যুদ্ধবিমান। চীনের তৈরি এই উন্নত স্টিলথ যুদ্ধবিমান আমেরিকার এফ-৩৫ যুদ্ধবিমানকে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে বলে অভিমত বিশেষজ্ঞদের। জানা যাচ্ছে, পাকিস্তানের কয়েকজন অভিজ্ঞ পাইলট গত ৬ মাস ধরে চীনেই রয়েছেন। স্টিলথ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন তাঁরা। সব ঠিক থাকলে চলতি বছরের আগস্টেই পাকিস্তানে পৌঁছবে চীনের তৈরি অত্যাধুনিক এই যুদ্ধবিমান।

রাশিফল