আত্মঘাতী মামি-ভাগ্নে, প্রেম ঘটিত কারণেই মর্মান্তিক পরিণতি?
মামির সঙ্গে প্রণয় ঘটিত সম্পর্কের অভিযোগ। যার জেরে ঘটল মর্মান্তিক পরিণতি। আত্মঘাতী হল মামি ও ভাগ্নি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বজবজ থানার উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের পাইক পাড়া এলাকায়।

বর্তমান ওয়েবডেস্ক
এপ্রিল ২২, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মামির সঙ্গে প্রণয় ঘটিত সম্পর্কের অভিযোগ। যার জেরে ঘটল মর্মান্তিক পরিণতি। আত্মঘাতী হল মামি ও ভাগ্নি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বজবজ থানার উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের পাইক পাড়া এলাকায়।
স্থানীয় ও পুলিস সূত্রে খবর, ওই মহিলার বিয়ে হয়েছিল বছর দশেক আগে। গত কয়েক বছর পরিবারে সব ঠিকঠাকই ছিল। কিন্তু কোনও ভাবে সম্প্রতি ভাগ্নের সঙ্গে তিনি সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। তাঁদের মধ্যে প্রায়ই ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথাও হত বলে দাবি পরিবারের। এমনকি, আত্মঘাতী ওই যুবক মামির জন্য বেতনের মোটা টাকাও খরচ করে ফেলত বলে অভিযোগ। যদিও বিষয়টি নিয়ে কোনও পরিবারের তরফেই সন্দেহ দানা বাঁধেনি। কারণ সম্পর্কে তাঁরা ছিল মামি-ভাগ্নে।
পরিবারের দাবি, গতকাল রাতেও মামি ও ভাগ্নে নিজেদের মধ্যে ফোনে কথা বলছিল। এরপরই দু'জনে দুই বাড়িতে আত্মঘাতী হয়। তবে, যুবক সঙ্গে সঙ্গে মারা গেলেও, মহিলা কিছুক্ষণ বেঁচেছিলেন। দ্রুত তাঁকে বজবজের হাসপাতালে আনা হলেও, শেষরক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সূত্রের দাবি, আপাতত তাঁদের মোবাইল দুটি বজবজ থানার পুলিস হেফাজতে নিয়েছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার জেরে, দুই বাড়িতেই নেমে এসেছে শোকের ছায়া।
related_post
এখনকার দর
-
রুপোর দাম (২৭/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 27, 2025
-
ডলার (২৬/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 26, 2025
-
পাউন্ড (২৬/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 26, 2025
-
ইউরো (২৬/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 26, 2025
-
রূপোর দাম (২৬/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 26, 2025
-
নিফটি ৫০ (২৫/০৪/২৫)
- post_by Admin
- এপ্রিল 25, 2025