বৃহস্পতিবার, 19 জুন 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

অপারেশন সিন্দুরের নতুন ভিডিও প্রকাশ করল সেনা, প্রতিশোধ নয়, ন্যায়বিচার

 প্রতিশোধ নিতে এই অভিযান করা হয়নি। এর লক্ষ্য ছিল ন্যায়বিচার। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিরীহ পর্যটকরা প্রাণ হারিয়েছিল। তাদের সুবিচার দিতেই এই পদক্ষেপ। 

অপারেশন সিন্দুরের নতুন ভিডিও প্রকাশ করল সেনা, প্রতিশোধ নয়, ন্যায়বিচার

নয়াদিল্লি: প্রতিশোধ নিতে এই অভিযান করা হয়নি। এর লক্ষ্য ছিল ন্যায়বিচার। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিরীহ পর্যটকরা প্রাণ হারিয়েছিল। তাদের সুবিচার দিতেই এই পদক্ষেপ। রবিবার অপারেশন সিন্দুরের নয়া ভিডিও সামনে এনে এমনই বার্তা দিল ভারতীয় সেনা। যুদ্ধবিরতি চুক্তির সপ্তাহ পার হয়েছে। নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা অল্পবিস্তর কমেছে। তবে উপত্যকাজুড়ে এখনও জারি জঙ্গি দমন অভিযান। এরই মাঝে সেনার এই বার্তা যেন ফের স্পষ্ট করে দিল, জঙ্গি ও তাদের মদতদাতাদের কোনও মূল্যেই বরদাস্ত করবে না ভারত। 
এদিন সেনার ওয়েস্টার্ন কমান্ডের এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয় ভিডিওটি। সেখানে দেখানো হয়েছে, অপারেশন সিন্দুরের অধীনে ৭ মে ও তার পরের দিকে পাকিস্তানের ভূখণ্ডে গোলাবর্ষণ করছে ভারতীয় সেনা। এক জওয়ান বলছেন, ‘পহেলগাঁও হামলার জেরেই অপারেশন সিন্দুর শুরু হয়। তবে এটি শুধু রাগ বা প্রতিশোধস্পৃহা নয় বরং উচিত শিক্ষা দেওয়ার একটি পদক্ষেপ। যা ওদের ভবিষ্যৎ প্রজন্মও মনে রাখবে। বদলা নয়, ন্যায়বিচার।’ ভিডিওতে পরের দিকে বলা হয়েছে, ৯ মে যে সমস্ত পাকসেনার পোস্ট থেকে গুলি চালানো হয়েছিল, সেগুলি ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। প্রাণ বাঁচাতে শত্রুরা পোস্ট ছেড়ে পালাচ্ছিল। গোটা দশকেও এমন শিক্ষা পায়নি পাকিস্তান।