রবিবার, 20 জুলাই 2025
Logo
  • রবিবার, ২০ জুলাই ২০২৫

অমিতাভের প্রশংসা

সদ্যছেলে অভিষেকের ভূয়সী প্রশংসা করলেন অমিতাভ বচ্চন। কেরিয়ার শুরুর পর থেকেই বারবার বাবার সঙ্গে তুলনায় বিদ্ধ হয়েছেন জুনিয়র বচ্চন। সমালোচনার ঝড় ধেয়ে এসেছে তাঁর দিকে। 

অমিতাভের প্রশংসা

সদ্যছেলে অভিষেকের ভূয়সী প্রশংসা করলেন অমিতাভ বচ্চন। কেরিয়ার শুরুর পর থেকেই বারবার বাবার সঙ্গে তুলনায় বিদ্ধ হয়েছেন জুনিয়র বচ্চন। সমালোচনার ঝড় ধেয়ে এসেছে তাঁর দিকে। তা সত্ত্বেও তিনি থেমে থাকেননি। একের পর এক কঠিন চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন। রবিবার সেই কথাই সোশ্যাল মিডিয়া পোস্টে তুলে ধরলেন বিগ বি। পুত্রের সঙ্গে ছবি শেয়ার করে বর্ষীয়ান অভিনেতা লিখেছেন, ‘আমার সন্তান হলেই আমার উত্তরাধিকার হওয়া যায় না। যে আমার উত্তরাধিকার হয়ে উঠবে, সেই আমার সন্তান হবে।’ অভিষেকের চরিত্র বাছাইয়ের প্রশংসা করে অমিতাভ লিখেছেন, ‘ও যে চরিত্রগুলি বেছে নেয়, সেগুলি করতে সাহস লাগে। সেই আপাত কঠিন চরিত্রগুলিতে প্রাণপ্রতিষ্ঠা করে ও।’ অমিতাভের মত, অভিষেক নতুন কিছু করতে পছন্দ করে। এরপর ‘কিং’ ছবিতে খল চরিত্রে দেখা যাবে অভিষেককে। সেই ছবিতে ব্রিটিশ তারকা এড শিরানের গান থাকবে বলে জল্পনা বলি পাড়ায়। 

রাশিফল