বৃহস্পতিবার, 17 জুলাই 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

শোলে ছবির অমিতাভ-ধর্মেন্দ্রর মোটরবাইকই পর্যটক নিয়ে ছুটবে দার্জিলিংয়ে পাহাড়ি রাস্তায়

ধর্মেন্দ্র চালাচ্ছেন। পাশের সিটে বসে আছেন অমিতাভ। মোটরবাইকে সওয়ার দু’জনের কণ্ঠে তখন, ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে, তোড়েঙ্গে দম মগর তেরা সাথ না ছোড়েঙ্গে...।’ 

শোলে ছবির অমিতাভ-ধর্মেন্দ্রর মোটরবাইকই পর্যটক নিয়ে ছুটবে দার্জিলিংয়ে পাহাড়ি রাস্তায়

রাহুল চক্রবর্তী, কলকাতা: ধর্মেন্দ্র চালাচ্ছেন। পাশের সিটে বসে আছেন অমিতাভ। মোটরবাইকে সওয়ার দু’জনের কণ্ঠে তখন, ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে, তোড়েঙ্গে দম মগর তেরা সাথ না ছোড়েঙ্গে...।’ শোলে সিনেমার এই সূত্র ধরেই এবার দার্জিলিংয়ের পাহাড়ি রাস্তায় পর্যটকদের নিয়ে ছুটবে আইকনিক মোটরবাইক! এ নিয়ে একপ্রস্থ আলোচনা হয়েছে। কবে থেকে, কীভাবে, কোন পদ্ধতিতে এই মোটরবাইক রাস্তায় নামানো যায়, তার সবদিক খতিয়ে দেখছে প্রশাসন।
বস্তুত, দার্জিলিং হল ভ্রমণপিপাসুদের কাছে অত্যন্ত পছন্দের একটি গন্তব্য। বছরভর পর্যটকরা ভিড় জমান বাংলার এই পাহাড়ি উপত্যকায়। আর গরমের মরশুমে পর্যটকদের ঠাসা ভিড়ে জমজমাট থাকে দার্জিলিংয়ের ম্যাল চত্বর। ঘোরাফেরা, কেনাকাটা, খাওয়াদাওয়ার পরিধির মধ্যেও একটি বিষয় সামনে এসেছে, পাহাড়ি রাস্তায় প্রবীণ মানুষজনের পক্ষে হেঁটে চলাচল করা কষ্টকর। পর্যটকরা হোটেল থেকে ম্যাল চত্বরের সৌন্দর্য উপভোগ করতে গেলে হয় তাঁদের গাড়ি ভাড়া করতে হবে, নয়তো যেতে হবে হেঁটে। কিন্তু পাহাড়ি রাস্তায় হাঁটতে গিয়ে কম দুর্ভোগ পোহাতে হয় না তাঁদের। যেহেতু পাহাড়ি রাস্তায় টোটো জাতীয় ব্যাটারিচালিত গাড়ি চলাচলের কোনও সুযোগ নেই, তাই পর্যটকদের সুবিধার্থে বিকল্প কী ব্যবস্থা করা যায়, সেটাই উঠে এল প্রশাসনিক আলোচনায়। 
৪-৮ মে দার্জিলিং সফর করেন বিধানসভার পরিবহণ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। এই কমিটির চেয়ারম্যান স্বর্ণকমল সাহার নেতৃত্বে দার্জিলিং ও পার্শ্ববর্তী অঞ্চলে গিয়েছিলেন বিধায়ক অভিজিৎ সিংহ (রানা), সুমন কাঞ্জিলাল, সুকুমার মাহাত, মনোজ ওঁরাও প্রমুখ। দার্জিলিংয়ের সার্কিট হাউসে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও হয়। ওই বৈঠকে ছিলেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ), জিটিএ আধিকারিক, রাজ্য পরিবহণ দপ্তরের কর্তা, বিধানসভার পরিবহণ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধিরা। দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে গাড়ি চলাচলের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানেই গুরুত্ব পায় পর্যটকদের সুবিধার্থে নতুন ব্যবস্থা গ্রহণের বিষয়টি। বিধানসভার পরিবহণ স্ট্যান্ডিং কমিটি প্রস্তাব দেয়, পাহাড়ি রাস্তায় হাঁটতে গিয়ে প্রবল অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বয়স্ক পর্যটকদের। তাঁদেরকে হোটেল থেকে নানা জায়গায় নিয়ে যাওয়ার জন্য ক্যারিয়ারসহ মোটরবাইক চালু করা গেলে তাঁরা উপকৃত হবেন। শোলে সিনেমায় যে ধরনের মোটরবাইক ব্যবহার করা হয়েছিল, সেই ধরনের যানই নামানো যেতে পারে। এই স্ট্যান্ডিং কমিটির সদস্যদের দাবি, তাঁদের প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন জেলা প্রশাসন ও জিটিএ কর্তারা। এবার কীভাবে তার বাস্তবায়ন সম্ভব, তাঁরা খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

রাশিফল