শুক্রবার, 18 জুলাই 2025
Logo
  • শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

বাদ পড়লেন অল্লু

দীপিকা পাড়ুকোনের পর সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি থেকে এবার কি বাদ পড়লেন অভিনেতা অল্লু অর্জুনও? ইন্ডাস্ট্রির জল্পনা তেমনই ইঙ্গিত করছে। প্রভাসকে নিয়ে ‘স্পিরিট’ ছবিতে কাজ করছেন পরিচালক সন্দীপ।

বাদ পড়লেন অল্লু

দীপিকা পাড়ুকোনের পর সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি থেকে এবার কি বাদ পড়লেন অভিনেতা অল্লু অর্জুনও? ইন্ডাস্ট্রির জল্পনা তেমনই ইঙ্গিত করছে। প্রভাসকে নিয়ে ‘স্পিরিট’ ছবিতে কাজ করছেন পরিচালক সন্দীপ। সেই ছবির পরেই নাকি অল্লুর সঙ্গে একটি ছবির পরিকল্পনা করেছিলেন তিনি। তবে তা আপাতত স্থগিত রেখেছেন। পাশাপাশি বাদ দিয়েছেন অল্লুকে। কেন? তা অবশ্য খোলসা করা হয়নি। যদিও ইন্ডাস্ট্রির জল্পনা অন্য। শোনা যাচ্ছে, কাজের সময় বেঁধে দেওয়া থেকে শুরু করে পারিশ্রমিক— নানা বিষয় নিয়ে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে সমস্যায় জড়িয়েছেন সন্দীপ। তাঁর বিরুদ্ধে নানা কুৎসা রটানোর চেষ্টাও করেছেন পরিচালক। এত কিছু সত্ত্বেও ‘কোণঠাসা’ পরিচালক নিজেই। দীপিকা যে ভুল দাবি করেননি, তা ইন্ডাস্ট্রির একাধিক কর্তাব্যক্তি কার্যত মেনে নিয়েছেন। সদ্য অ্যাটলি ঘোষণা করেছেন তাঁর পরের ছবিতে কাজ করছেন দীপিকা। যোদ্ধার বেশে সেই ছবিতে ধরা দেবেন নায়িকা। সেখানে দীপিকার বিপরীতে অভিনয় করবেন অল্লু। সে কারণেই কি সন্দীপের ছবি থেকে বাদ পড়তে হল অল্লুকে? উঠছে সে প্রশ্নও। শোনা যাচ্ছে, অল্লুর পরিবর্তে জুনিয়র এনটিআরকে কাস্ট করা হতে পারে। 

রাশিফল