শনিবার, 19 এপ্রিল 2025
Logo
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

বকেয়া নিয়ে সোচ্চার তৃণমূল একই সুর ডিএমকে-কংগ্রেসেরও

১০০ দিনের কাজের বকেয়া ইস্যুতে মঙ্গলবার উত্তাল হল লোকসভা। স্রেফ বাংলার বকেয়া চেয়ে তৃণমূলই নয়। কেরল এবং তামিলনাড়ুর বকেয়ার দাবিতেও সংসদে সরব হল কংগ্রেস এবং ডিএমকে।

বকেয়া নিয়ে সোচ্চার তৃণমূল একই সুর ডিএমকে-কংগ্রেসেরও

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ১০০ দিনের কাজের বকেয়া ইস্যুতে মঙ্গলবার উত্তাল হল লোকসভা। স্রেফ বাংলার বকেয়া চেয়ে তৃণমূলই নয়। কেরল এবং তামিলনাড়ুর বকেয়ার দাবিতেও সংসদে সরব হল কংগ্রেস এবং ডিএমকে। সরকারের জবাবে সন্তুষ্ট না হয়ে সম্মিলিত বিরোধীরা গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিংয়ের বিরুদ্ধে স্লোগান তুলল। নেতৃত্বে তৃণমূল। যোগ দিলেন রাহুল গান্ধীও। 
তৃণমূল, কংগ্রেস, ডিএমকের সাংসদরা একযোগে সংসদ চত্বরে দেখালেন বিক্ষোভ। সংসদের অন্দরে বিরোধীদের বিক্ষোভের জেরে কিছুক্ষণের জন্য মুলতুবি হয়ে গেল লোকসভা। প্রথম প্রশ্ন তোলেন, দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার। সংসদ চত্বরে বিক্ষোভের সময় তাঁকে বাহবা দিলেন রাহুল। বললেন, ‘ওয়েল ডান। গুড জব।’ মন্ত্রীর মৌখিক জবাব এবং লিখিত উত্তরের মধ্যে ফারাক হওয়ায় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বিরুদ্ধে ‘স্বাধিকারভঙ্গে’র নোটিস আনার পরিকল্পনা করেছে তৃণমূল।  
১০০ দিনের কাজের বকেয়া ইস্যুতে তৃণমূল সাংসদ বাপি হালদার সরকারের কাছে জানতে চান, কবে মেটাবেন বকেয়া? যদি কেউ দুর্নীতি করে থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। কিন্তু বাকি যারা প্রকৃত কাজ করেছে, তারা কেন টাকা পাবে না? কেন গত তিন বছর বাংলার বরাদ্দের ক্ষেত্রে সংখ্যা ‘শূন্য?’ মহাত্মা গান্ধী নারেগার মজুরি বৃদ্ধির পাশাপাশি প্রকল্পটিকে ১৫০ দিন করা হোক বলে দাবি করেন তিনি। জবাবে গ্রামোন্নয়ন রাষ্ট্রমন্ত্রী চন্দ্রশেখর পেমাসানি বলেন, বাংলায় কাজে দুর্নীতি হয়েছে, তাই টাকা আটকে রয়েছে। অডিট করতে গিয়ে ৫ কোটি ৩৭ লক্ষ টাকার হিসেবের গরমিল ধরা পড়েছে। এর মধ্যে ২ কোটি ৩৯ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বাকি টাকা উদ্ধার হওয়ার পর কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহান পশ্চিমবঙ্গের গ্রামোন্নয়নমন্ত্রীর সঙ্গে বসে পরবর্তী কর্মসূচি ঠিক করবেন। 
তৃণমূল সুর বেঁধে দিতেই কেরলের কংগ্রেস সাংসদ আদুর প্রকাশ এবং তামিলনাড়ুর ডিএমকে নেত্রী কানিমোঝি সরকারকে চেপে ধরেন। আদুর জানতে চান কেরলের যে ৮১১ কোটি বকেয়া। কবে মেটাবেন? কানিমোঝির সওয়াল তামিলনাড়ুতে গত পাঁচ মাস ধরে ৪ হাজার ৩৪ কোটি টাকা আটকে রাখা হয়েছে। দীর্ঘদিন বকেয়া না মেটানোয় মূল প্রাপ্যর সঙ্গে সুদও দেবেন কি? জবাবে মন্ত্রী পেমাসানি জানান, কাজ করার পর ১৫ দিন পারিশ্রমিক না পেলে ১৬ তম দিন থেকে ০.০৫ শতাংশ হারে সুদ যুক্ত হয়। আইনেই আছে। টাকা মেটায় রাজ্য। পরে মিটিয়ে দেয় কেন্দ্র। যদিও কবে টাকা মেটানো হবে, তা স্পষ্ট করে বলেননি মন্ত্রী।