বৃহস্পতিবার, 19 জুন 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

আজাবাইজান, তুরস্কে ট্যুরিস্ট ভিসার আবেদন কমল ৪২ শতাংশ

পাকিস্তানকে সমর্থনের খেসারত দিতে চলেছে তুরস্ক এবং আজারবাইজান। অন্য সময় এই দেশগুলিতে বেড়াতে যেতে ভিসার জন্য ভিড় করেন ভারতীয়রা। 

আজাবাইজান, তুরস্কে ট্যুরিস্ট ভিসার আবেদন কমল ৪২ শতাংশ

নয়াদিল্লি: পাকিস্তানকে সমর্থনের খেসারত দিতে চলেছে তুরস্ক এবং আজারবাইজান। অন্য সময় এই দেশগুলিতে বেড়াতে যেতে ভিসার জন্য ভিড় করেন ভারতীয়রা। পহেলগাঁও পরবর্তী ঘটনাপ্রবাহ বদলে দিয়েছে সবকিছু। আর এর প্রভাব পড়তে শুরু করেছে তুরস্ক এবং আজারবাইজানে। এই দুই দেশে ট্যুরিস্ট ভিসার আবেদন ৪২ শতাংশ কমে গিয়েছে বলে সূত্রের খবর। ভ্রমণ সংস্থা অ্যাটলিসের সিইও মহাঙ্ক নেহতা বলেন, ‘পর্যটকদের এই প্রতিক্রিয়া কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। সবকিছু দেখেই তাঁরা এই দুই দেশ ভ্রমণ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।’ দিল্লি এবং মুম্বইয়ের মতো প্রথম সারির শহরগুলি থেকে তুরস্ক যাওয়ার ভিসার আবেদন ৫৩ শতাংশ কমেছে। ইন্দোর এবং জয়পুরের মতো শহর থেকে আবেদন ২০ শতাংশ কমেছে। জাতীয় ভাবাবেগের সঙ্গে সঙ্গতি রেখে এই দেশগুলি ভ্রমণের জন্য মার্কেটিংও বন্ধ করা হয়েছে।