পৃথক বই নেই, হোলিস্টিক রিপোর্ট কার্ডে বিষয় ভিত্তিক নম্বর কীভাবে? পর্ষদের যুক্তি ‘অ্যাক্টিভিটি ক্যালেন্ডার’
বই নিয়ে জটিলতার মধ্যেই ৩০ এপ্রিলের মধ্যে প্রথম সামেটিভ মূল্যায়ন শেষ করার নির্দেশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবারই এই নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, এদিন থেকে ৩০ এপ্রিলের মধ্যে এই মূল্যায়ন শেষ করে ফেলতে হবে স্কুলগুলিকে।

বর্তমান ওয়েবডেস্ক
এপ্রিল ১৯, ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বই নিয়ে জটিলতার মধ্যেই ৩০ এপ্রিলের মধ্যে প্রথম সামেটিভ মূল্যায়ন শেষ করার নির্দেশ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবারই এই নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, এদিন থেকে ৩০ এপ্রিলের মধ্যে এই মূল্যায়ন শেষ করে ফেলতে হবে স্কুলগুলিকে। তবে, বাংলা, ইংরেজি বা গণিতের জন্য পৃথক বই না থাকায় কীভাবে হোলিস্টিক রিপোর্ট কার্ডে সেই বিষয়গুলির নম্বর বসানো হবে, তা নিয়ে ধন্দে বহু প্রাথমিক শিক্ষক। একটি শিক্ষক সংগঠন থেকে পর্ষদের কাছে বিষয়ভিত্তিক বই প্রকাশের দাবি জানানো হয়েছে।
সমস্যাটি আর একটু বিস্তারিত করা যাক। প্রথম এবং দ্বিতীয় শ্রেণির ‘আমার বই’-এর বিভিন্ন পৃষ্ঠায় মিলিয়ে মিশিয়ে রয়েছে বাংলা, ইংরেজি এবং গণিত। এতদিন পরীক্ষা হতো সংযোগ স্থাপনের দক্ষতা, সমন্বয় স্থাপনের দক্ষতা এবং সমস্যা সমাধানের দক্ষতা—এই তিনটি বিষয়ে। আলাদা করে বাংলা ইংরেজি বা গণিতের পরীক্ষা হতো না। শিক্ষকরা এই তিনটি পরীক্ষাতেই বাংলা, ইংরেজি এবং গণিতের প্রশ্ন মিলিয়ে মিশিয়ে দিতেন। এটা আদর্শ পদ্ধতি না-হলেও এভাবেই চলছিল। তবে, এবার হোলিস্টিক রিপোর্ট কার্ডে পড়ুয়াদের বিভিন্ন মাপকাঠির পাশাপাশি বিষয়ভিত্তিক নম্বর তোলার কথাও বলা হয়েছে। সেই কারণেই দানা বেঁধেছে সমস্যা।
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, ‘বই তৈরির বিষয়টি বিশেষজ্ঞ কমিটির হাতে। আমরা সেটায় অনুমোদন দিতে পারি মাত্র। তবে, যে মাস-ভিত্তিক অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি ক্যালেন্ডার তৈরি করা হয়েছে, তা অনুসরণ করলেই সমস্যার সমাধান হবে। তাতে কোন বিষয়ে কোন পৃষ্ঠা থেকে কী কী পড়াতে হবে, তাও বলে দেওয়া হয়েছে।’
যদিও, এতে সমস্যার সমাধান খুঁজে পাচ্ছেন না পৃথক বইয়ের আবেদন জানানো বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা। তিনি বলেন, ‘২০ মার্চ এটি প্রকাশিত হয়েছে। প্রচার হয়েছে মূলত হোয়াটসঅ্যাপ গ্রুপ নির্ভর। পর্ষদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির তালিকাতেও তা নেই। এরকম জটিল বিষয় নিয়ে প্রচারের জন্য যে ওরিয়েন্টেশনের প্রয়োজন, তা হয়নি। এমনকী, এই বইয়ের তিনটি খণ্ডও করা হয়েছে অনেক দাবি-দাওয়ার পরে। আগে আরও জটিল ছিল বিষয় বিন্যাস। কেন্দ্রের হোলিস্টিক রিপোর্ট কার্ডের নির্দেশ মেনে নিলেও রাজ্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি।’
related_post
রাশিফল
-
আজকের রাশিফল
- post_by Admin
- জুন 14, 2025
অমৃত কথা
-
ধ্যান
- post_by বর্তমান
- জুন 14, 2025
এখনকার দর
-
রুপোর দাম
- post_by Admin
- জুন 14, 2025
-
সোনার দাম
- post_by Admin
- জুন 14, 2025
-
ইউরো
- post_by Admin
- জুন 14, 2025
-
ডলার
- post_by Admin
- জুন 14, 2025
-
পাউন্ড
- post_by Admin
- জুন 14, 2025
-
নিফটি ব্যাঙ্ক
- post_by Admin
- জুন 13, 2025
-
নিফটি ৫০
- post_by Admin
- জুন 13, 2025