বৃহস্পতিবার, 19 জুন 2025
Logo
  • বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

অনিলের কৃতজ্ঞতা

স্ত্রী সুনীতার প্রতি কৃতজ্ঞ অভিনেতা অনিল কাপুর। এ কথা অকপটে স্বীকার করলেন তিনি। সোমবার ছিল অনিল ও সুনীতার ৪১তম বিবাহবার্ষিকী। সোশ্যাল মিডিয়ায় দু’জনের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অনিল। 

অনিলের কৃতজ্ঞতা

স্ত্রী সুনীতার প্রতি কৃতজ্ঞ অভিনেতা অনিল কাপুর। এ কথা অকপটে স্বীকার করলেন তিনি। সোমবার ছিল অনিল ও সুনীতার ৪১তম বিবাহবার্ষিকী। সোশ্যাল মিডিয়ায় দু’জনের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অনিল। সেখানে বর্তমানের ছবির পাশাপাশি ঠাঁই পেয়েছে পুরনো ছবিও। স্মৃতির সরণীতে হেঁটে সুনীতার সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত তুলে ধরেছেন তিনি। অনিলের কথায়, ‘৪১ বছরের বিয়ে। ৫২ বছর একসঙ্গে কাটিয়েছি। একদিনও এমন যায়নি, যেদিন তোমার প্রতি কৃতজ্ঞ থাকিনি, সুনীতা।’ স্ত্রীকে নিজের ‘সাপোর্ট সিস্টেম’ হিসেবে উল্লেখ করেছেন ‘মিস্টার ইন্ডিয়া’। সুনীতাকে অনিল বলেছেন, ‘প্রথম থেকে তুমি কেবল আমার পার্টনার ছিলে না, তুমি আমার সাপোর্ট সিস্টেম। আমার জীবনের প্রতিটি কঠিন অধ্যায়ে আমার পাশে ছিলে তুমি।’ কয়েকদিন আগেই মা নির্মল কাপুরকে হারিয়েছেন অনিল। সে প্রসঙ্গে অনিল লেখেন, ‘তুমি সবসময় আমার মায়ের সঙ্গে ছিলে। নিজের মায়ের মতো যত্ন করেছ। তুমি ছাড়া আমার যে কী হতো!’