সোমবার, 28 এপ্রিল 2025
Logo
  • সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

সফল মহাকাশ সফর পপস্টার কেটি পেরির

সফলভাবে মহাকাশ সফর করলেন পপ তারকা কেটি পেরি। সঙ্গ দিলেন আরও পাঁচজন মহিলা। সৌজন্যে জেফ বেজোসের সংস্থা ব্লু অরিজিন।

সফল মহাকাশ সফর পপস্টার কেটি পেরির

নিউ ইয়র্ক: সফলভাবে মহাকাশ সফর করলেন পপ তারকা কেটি পেরি। সঙ্গ দিলেন আরও পাঁচজন মহিলা। সৌজন্যে জেফ বেজোসের সংস্থা ব্লু অরিজিন। মহাকাশ যাত্রার ইতিহাসে এমন মুহূর্ত সত্যিই বিরল। ঐতিহাসিক সফরের আগে নিজের মনের কথা ভাগ করে নিলেন গায়িকা। কেটির কথায়, ‘আমার মেয়ে ডেইজির বয়স সাড়ে চার বছর। ওর সঙ্গে মহাকাশ যাত্রা সংক্রান্ত যাবতীয় তথ্য ভাগ করে নিতে পারি। এই ঐতিহাসিক যাত্রার অংশ হতে পারে আমি কৃতজ্ঞ। মহাকাশে ৩০০টি ব্রেসলেট নিয়ে যাচ্ছি। সঙ্গে পৃথিবী থেকে সত্যিকারের ডেইজি ফুল নিয়ে যাচ্ছি।  ডেইজি আমার হৃদয়। সেটাই আমদের এই গ্রহের গুরুত্ব বুঝিয়ে দেবে।’ ফিরে এসে ওই ব্রেসলেট শিশুদের মধ্যে ভাগ করে দেন গায়িকা। ইতিমধ্যে মহাকাশযাত্রার পোশাক পরে একাধিক ছবি ভাগ করে নিয়েছেন কেটি। মহাকাশযানে ওঠার আগে পপ তারকাকে ঘণ্টা বাজাতেও দেখা গিয়েছে। এনএস-৩১ ক্রুয়ের অংশ হিসেবে ১১ মিনিটের উড়ানের শামিল হলেন কেটি। সঙ্গে ছিলেন চলচ্চিত্র প্রযোজক কেরিয়ান ফ্লিন, লরেন স্যাঞ্চেজ প্রমুখ। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ন’টা নাগাদ টেক্সাস থেকে যাত্রা শুরু করে বেজোসের মহাকাশযান। কেটিদের নিয়ে ভূ-পৃষ্ঠ থেকে ১০০ কিলোমিটার উঁচুতে কারমান লাইনের উপরে ১০ মিনিট ভেসেছিল সেটি। এই সীমারেখাকেই মহাকাশের সীমান্ত হিসেবে ধরা হয়। তারপর প্যারাশ্যুটের সাহায্যে টেক্সাসের মরুভূমিতে নেমে এসেছেন কেটিরা।