সোমবার, 21 এপ্রিল 2025
Logo
  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

চাঙ্গা শেয়ার বাজার, লাফ টাকার দামেও

তরতরিয়ে চড়ছে শেয়ার সূচক। বিগত কয়েকদিন সূচকের টানা উত্থান দেখা গিয়েছে। চলতি সপ্তাহের শুরুটাও দুরন্ত হল শেয়ার বাজারে।

চাঙ্গা শেয়ার বাজার, লাফ টাকার দামেও

মুম্বই: তরতরিয়ে চড়ছে শেয়ার সূচক। বিগত কয়েকদিন সূচকের টানা উত্থান দেখা গিয়েছে। চলতি সপ্তাহের শুরুটাও দুরন্ত হল শেয়ার বাজারে। সোমবার বম্বে স্টক এক্সচেঞ্চের সূচক ও জাতীয় স্টক এক্সচেঞ্চের সূচক নিফটি ১ শতাংশেরও বেশি বেড়েছে। এদিন সেনসেক্স ১.৪০ শতাংশ বা ১,০৭৮.৮৭ পয়েন্টের লম্বা লাফ দিয়েছে। এর জেরে লেনদেনের শেষে গত ছয় সপ্তাহের সর্বোচ্চ ৭৭,৯৮৪.৩৮ পয়েন্টে পৌঁছে যায় সূচক। এদিন একটা সময় সেনসেক্স ১.৫৬ শতাংশ বা ১,২০১.৭২ পয়েন্ট পর্যন্ত বেড়েছিল।  নিফটিA বেড়েছে ঝড়ের গতিতে। এদিন শুরু থেকেই কেনাবেচায় হুড়োহুড়িতে মুখে হাসি ফোটে লগ্নিকারীদের। এরইমধ্যে ১.৫৬ শতাংশ বা ৩৫৮.৩৫ পয়েন্ট বেড়ে নিফটি ২৩,৭০৮.৭৫ অঙ্ক ছুঁয়ে ফেলে। শেষপর্যন্ত ২৩,৬৫৮.৩৫ পয়েন্টে শেষ হয় নিফটির দৌড়। এদিন এই সূচক ১.৩২ শতাংশ বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা গত তিন চার মাসে ইক্যুইটি বিক্রির দিকে ঝুঁকেছিল, তারাই এখন তা কিনছেন। ফলে বাজারে তেজি ভাব এসেছে। একইসঙ্গে স্বস্তি ফিরেছে টাকার দামেও। এদিন মার্কিন ডলারের তুলনায় টাকার দাম ৩৩ পয়সা বেড়েছে। এদিন  প্রতি ডলার পিছু ভারতীয় মুদ্রার দাম ৮৫.৬৭ টাকা (প্রভিশনাল)। গত ৩১ ডিসেম্বর ডলারের তুলনায় এই দাম ছিল ৮৫.৬৪ টাকা। বিশেষজ্ঞরা মনে করছেন, শেয়ার বাজারে ষাঁড়ের দৌড় ও 
নতুন করে বিদেশি মূলধনের জোগানের জেরেই ঘুরে দাঁড়িয়েছে টাকা। 
এরসঙ্গে বিশ্ববাজারে অশোধিত তেলের দামে পতন ও মার্কিন ডলারের দুর্বলতাও টাকার পালে হাওয়া জুগিয়েছে। এই নিয়ে পরপর সাতটি সেশনে টাকার দামে ইতিবাচক সংশোধন অব্যাহত থাকল।